বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ জানুয়ারী, ২০২২
পাঁচ বছর আগে, ২০২১-এ জাপানের কানাজাওয়া জু থেকে আলিপুর চিড়িয়াখানায় এসেছিল চারটে ধূসর ক্যাঙারু। তাদের মধ্যে এখন রয়েছে দু’টি। পাঁচ বছর পর আবার আলিপুর চিড়িয়াখানার তরফে জাপান সরকারকে অনুরোধ করা হয়েছে ক্যাঙারু পাঠানোর। এবারও দুই জোড়া পাঠানোর অনুরোধ করা হয়েছে। জাপান সরকারের কাছ থেকে অবশ্য এখনও এই বিষয়ে সবুজ সংকেত আসেনি। সাধারণত অন্য কোনও চিড়িয়াখানা থেকে কোনও পশুপাখি আনতে হলে এখানকার চিড়িয়াখানাকেও বিনিময় প্রথায় পশুপাখি দিতে হয়। যদিও আগের বার জাপান থেকে ক্যাঙারু আনার সময় কলকাতা চিড়িয়াখানাকে কোনও পশুপাখি পাঠাতে হয়নি।
এদিকে দীর্ঘ ১৮ বছর পর জঙ্গলে ছাড়া হল রেড পান্ডা। দার্জিলিং-এর সিঙ্গালিলা পার্কে ছাড়া হয়েছে তিন বছরের দু’টি রেড পান্ডা। বন দফতরের তোপকেদাড়া সংরক্ষণ কেন্দ্রে ৩৭টি রেড পান্ডা রয়েছে। শেষবার জঙ্গলে রেড পান্ডা ছাড়া হয়েছিল ২০০৩-এ।