জাপান সমুদ্রে ড্রাগন?

জাপান সমুদ্রে ড্রাগন?

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌। ২৮ জুন
Posted on ২৮ জুন, ২০২২

জাপানের স্থানীয় লোকেরা একে খাদ্য হিসাবেও গ্রহণ করে থাকে। হোনসু দ্বীপপুঞ্জের দক্ষিণ উপকূলে এটি বেশি সংখ্যায় দেখতে পাওয়া যায়। ড্রাগনের অস্তিত্ব নিয়ে বহু বিতর্ক রয়েছে। তবে ‘ব্লু ড্রাগন’-এর উপস্থিতি নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এই ড্রাগনকে আকাশে উড়তে দেখা যায় না। বরং এর হদিস মেলে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের বুকে।
নীল রঙের এই সামুদ্রিক স্লাগটি দেখতে অবিকল ড্রাগনের মতো। পাকস্থলীর কাছে গ্যাসযুক্ত থলে থাকায় সমুদ্রের জলের ঠিক নীচেই এদের ভেসে থাকতে দেখা যায়।