জীবনের অভিন্ন তাপ -বক্ররেখা 

জীবনের অভিন্ন তাপ -বক্ররেখা 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ ডিসেম্বর, ২০২৫

ব্যাকটেরিয়া, ঘাসফুল, পোকা, পাখি, নেকড়ে বা মানুষ -পৃথিবীর জীবন যত বৈচিত্র্যময়ই হোক, তাদের শরীরের কার্যক্ষমতা একটি অভিন্ন সূত্র অনুসরণ করে। আর সেই সূত্রটি কোনো দার্শনিক চিন্তা নয়, বরং এ এক গাণিতিক তাপ-বক্ররেখা। এটি পৃথিবীর প্রায় সব জীবের আচরণকে ‘এক সূত্রে’ বাঁধতে পারে। অর্থাৎ “জীবন ভিন্ন হলেও, তার ছন্দ একই।” আন্তর্জাতিক গবেষকদলের এই কাজটি শুনতে সাধারণ হলেও, এর প্রচেষ্টা বিশাল। বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত প্রায় ২,৭০০ প্রজাতি ও ৩০,০০০-এরও বেশি জীববৈজ্ঞানিক মাপজোক, পরীক্ষা করে তারা দেখেছেন, তাপমাত্রা বাড়লে জীব-শরীরের কর্মক্ষমতা ধীরে ধীরে বাড়ে। একটি পর্যায়ে তা শিখরে পৌঁছায়। আবার অতিরিক্ত গরম হলে সেই কার্য ক্ষমতা, দ্রুত নামতে থাকে। বিজ্ঞানীরা এটিকে বলছেন, ‘Universal Thermal Performance Curve (UTPC)’ অর্থাৎ তাপের সার্বজনীন ক্রিয়া -নিয়ম। তাপমাত্রার এই উত্থান-পতনের বক্ররেখা যেন জীবনের কম্পাস। ব্যাকটেরিয়ার কোষবিভাজন, উদ্ভিদের বৃদ্ধি, মাছের সাঁতার, মৌমাছির উড়ান, এমনকি মানুষের দম – প্রায় সবকিছুই এই একই ধাঁচে সাজানো। প্রজাতি অনুযায়ী আকার, জিন, খাদ্যাভ্যাস বা বুদ্ধিমত্তা যতই আলাদা হোক, গ্রাফগুলি একই আকৃতি নেয়। এ আবিষ্কার শুধু জীববিজ্ঞানের জন্য নয়, জলবায়ুবিদ্যা এবং ভবিষ্যৎ নীতি পরিকল্পনার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবী এখন দ্রুত গরম হচ্ছে। আর এই বক্ররেখার সবচেয়ে বড় বিপদ হল, এটি শিখরে ওঠার পর আচমকা নেমে যায়। অর্থাৎ, একটু গরম হলে ভালো, কিন্তু বেশি গরম হলে জীবন ভেঙে পড়ে। বিশেষজ্ঞদের মতে, অনেক প্রজাতি ইতিমধ্যেই তাদের “তাপীয় সীমার কাছাকাছি”পৌঁছে গেছে। সামান্য উষ্ণতা বৃদ্ধিতেই তাদের কর্মক্ষমতা হঠাৎ- ই চলে যেতে পারে নীচের দিকে – যাকে বলা হয় ‘থার্মাল কোল্যাপস্’। যদি একটি মাছ বা পতঙ্গ তার তাপীয় সীমা ছাড়িয়ে যায়, শুধু সেই প্রাণী নয় তার সঙ্গে তার শিকার, পরিবেশ, পরাগায়ন ব্যবস্থা, নদী বা অরণ্য সবই প্রভাবিত হয়। তবে কিছু প্রজাতির অভিযোজন ক্ষমতা বেশি, বিশেষত যারা চরম শীত বা গরমে বেঁচে থাকে। সুতরাং জলবায়ু বদলালে, জীবন ভেঙে পড়তেও পারে। সেই ভাঙন ঘটবে হঠাৎ- ই। তাপমাত্রা ভবিষ্যতে কেমন হবে, তা এখন শুধু আবহাওয়া নয় বরং জীবনের টিকে থাকারও নির্ধারক।

 

 

সূত্র: A universal thermal performance curve arises in biology and ecology; The University of New Mexico, Morro Bay, September 17, 2025.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 20 =