জেমস ওয়েবের প্রথম ছবি

জেমস ওয়েবের প্রথম ছবি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ ফেব্রুয়ারী, ২০২২

কয়েক দিন আগেই গন্তব্যে পৌঁছেছে জেমস ওয়েব টেলিস্কোপ। এবার সেই টেলিস্কোপ থেকে তোলা প্রথম কোনও ছবি প্রকাশ করল নাসা। শুক্রবার, ১১ ফেব্রুয়ারি সেই ছবিটি প্রকাশ্যে নিয়ে এসেছে নাসা। সেই সঙ্গেই আবার সামনে এসেছে জেমস-এর তোলা একটি সেলফিও, যা আসলে তার প্রাথমিক আয়নার। কী দেখা গেল সেই ছবিতে? জেমস ওয়েব থেকে তোলা প্রথম ছবিটিতে দেখা গিয়েছে, ২৫৮ আলোকবর্ষ দূরে একটি তারার আলো। দুশো কোটি পিক্সেলের ক্যামেরায় ধরা পড়েছে সেই ‘এইচডি-৮৪৪০৬’ নামের একটি নক্ষত্রের আলো। এটি আসলে উরসা মেজর নক্ষত্রপুঞ্জের একটি তারা।