জেমস ওয়েবের মূল কাজ শুরু আর ৪-৫ দিনের মধ্যেই

জেমস ওয়েবের মূল কাজ শুরু আর ৪-৫ দিনের মধ্যেই

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ এপ্রিল, ২০২২

আর মাত্র ৪ থেকে ৫ দিনের মধ্যেই কাজ শুরু করবে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। জেমস ওয়েব আগেই পৌঁছে গেছে ল্যাগারেঞ্জ ২ অরবিটে। তার বিভিন্ন শিল্ড গুলি খুলেও গেছে। এখন সে রয়েছে তার মূল কাজ শুরুর আগের একেবারে শেষ পর্যায়ে বা সপ্তম পর্যায়ে। শুরু হয়েছে ইন্সট্রুমেণ্ট কমিশানিং। মেশিন গুলো ফাইনাল অ্যালাইনমেন্ট করছে এই মুহুর্তে। জেমস ওয়েবের ওপরের দিকে আছে অপটিকাল টেলিস্কোপ এনিমেন্ট বা ওটিই, ইন্টারগেটেড সায়েন্স ইন্সট্রুমেন্ট মডিউল বা আইএসআইএম, প্রাইমারি ও সেকেন্ডারি মিরর, সানশিল্ড, এবং নিচের দিকে রয়েছে স্টার ক্র‍্যাকার, স্পেসক্র‍্যাফট বাস, আর্থ পয়েন্টিং অ্যান্টেনা, মোমেন্টার্ম ফ্ল্যাপ, সোলার অ্যারে- মূলত এগুলিই হলো জেমস ওয়েবের মেশিনারি। যা দিয়ে ওয়েব কাজ করবে। আর এই মেশিনারির শেষ পর্যায়ের সাজসজ্জা চলছে এখন। বলা যেতে পারে মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী স্পেস টেলিস্কোপ এখন সাফল্যের দোর গোড়ায়।