জেমস ওয়েব টেলিস্কোপের প্রথম ছবি ১২ জুলাই

জেমস ওয়েব টেলিস্কোপের প্রথম ছবি ১২ জুলাই

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৪ জুন, ২০২২

জেমস ওয়েব টেলিস্কোপ মহাকাশ থেকে তার প্রথম ছবি ও স্পেকট্রোস্কোপিক তথ্য নাসাকে পাঠাবে ১২ জুলাই। হাবল টেলিস্কোপের উত্তরসূরী এই অত্যাধুনিক ও প্রবল শক্তিশালী টেলিস্কোপ মহাকাশে পৌঁছে গিয়েছে ৬ মাস আগে। জানা গিয়েছে ফ্রেঞ্চ গায়ানা থেকে উৎক্ষেপিত হওয়া এই টেলিস্কোপের সায়েন্টিফিক কমিশনিং পর্ব একদম শেষ পর্যায়ে। ১৫ লক্ষ কিলোমিটার দূর থেকে পৃথিবীকে ছবি পাঠাবে মহাকাশের এই ঊড়ন্ত অবজারভেটরি। নাসা এবং ইউরোপীয় স্পেস এজেন্সির যৌথ উদ্যোগে জেমস ওয়েব টেলিস্কোপ তৈরি হয়েছিল মূলত মহাকাশের অজানা কথা জানানোর জন্য। মহাকাশের যে প্রান্তগুলোতে মানুষ এখনও পৌঁছতে পারেনি সেখানকার তথ্য ও ছবি পাঠাবে ৯৭০ কোটির বেশি (ভারতীয় মূদ্রায়) টাকায় তৈরি হওয়া এই টেলিস্কোপ। টেলিস্কোপে ১৮টি ষড়ভূজাকার আয়নাকে মিলিয়ে এমন অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় একটা আয়নায় রূপান্তরিত করা হয়েছে যে এই খবর আলোড়ন ফেলে দিয়েছিল মহাকাশবিজ্ঞানীদের মধ্যে।