
চিন্তা, বুদ্ধি এবং জ্ঞান লাগে এমন কাজ করার সময় মস্তিষ্কে আনন্দ হরমোন বা ডোপামিন উৎপাদন বাড়ে। পিইটি ছবি ব্যবহার করে প্রথমবার, বিজ্ঞানীরা এই ডোপামিন এবং জ্ঞানীয় নমনীয়তার মধ্যে স্নায়বিক রসায়নের সংযোগ নিশ্চিত করেছেন। ‘দ্য জার্নাল অফ নিউক্লিয়ার মেডিসিন’-এ গবেষণাটি প্রকাশিত হয়েছে। ডোপামিন যত বেশি নিঃসৃত হয়, কাজগুলো তত বেশি দক্ষভাবে সম্পন্ন হয়। এই তথ্যের ভিত্তিতে, চিকিৎসকরা স্নায়বিক এবং মানসিক রোগের জন্য নতুন চিকিৎসা কৌশল তৈরির কথা ভাবছেন। আমাদের সামাজিক সমস্যা, সম্পর্কের সমস্যা, কর্মক্ষেত্রে দ্বন্দ্ব, অথবা আরও অনেক পরিস্থিতির মুখোমুখি হতে হয়। জ্ঞানীয় নমনীয়তা হল, পরিবর্তনশীল পরিস্থিতিতে চিন্তাভাবনাকে সামঞ্জস্য করার ক্ষমতা এবং সেই সাথে অভ্যাসে পরিণত প্রতিক্রিয়া বা চিন্তাভাবনাকে কাটিয়ে ওঠার এবং নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা। এই জ্ঞানীয় নমনীয়তা মানুষ ভেদে ভিন্ন হয়। বিষণ্ণতা, আসক্তি, উদ্বেগ, স্কিজোফ্রেনিয়া, পার্কিনসন রোগ এবং মনোজোগ হারানোর মতো অনেক মানসিক ও স্নায়বিক রোগে ভুগতে থাকা মানুষদের জ্ঞানীয় নমনীয়তা কম হয়। অপরদিকে, ডোপামিন সিস্টেম এই জ্ঞানীয় নমনীয়তার সাথে যুক্ত। ডোপামিন সিস্টেম হলো মস্তিষ্কের সেই বিশেষ অংশ যেখানে ডোপামিন নামক রাসায়নিক সংকেত তৈরি হয় এবং কাজ করে। আনন্দ, মনোযোগ, স্মৃতি, এবং আরও অনেক গুরুত্বপূর্ণ কাজে এটি সাহায্য করে।
“আমরা চেয়েছিলাম, যখন লোকে আচরণগত নমনীয়তার কাজগুলো সম্পন্ন করছে, তখন পিইটি স্ক্যানের মাধ্যমে তাদের মস্তি ষ্কয় ডোপামিন নির্গমন পরীক্ষা করতে”। ১৮ জন অংশগ্রহণকারীকে বিশেষ ভাবে স্ক্যান করা হয়। প্রথম অংশে, অংশগ্রহণকারীরা পিইটি স্ক্যানের সময়, একই নিয়ম মাফিক দুটি কাজ করেন। দ্বিতীয় অংশে, তাদের কাজের নিয়ম পরিবর্তন করতে বলা হয়। তাদের ডোপামিন নির্গমন একটি মডেল ব্যবহার করে গণনা করা হয়। পিইটি ছবি বিশ্লেষণে দেখা গেছে, কাজ পরিবর্তনের সময়, তাদের ডোপামিন নিঃসরণ বেশি হচ্ছে। আবার, যত বেশি ডোপামিন নিঃসৃত হয়, অংশগ্রহণকারীরা কাজের মধ্যে পরিবর্তন করতে তত বেশি দক্ষ হয়ে উঠছেন। “এই আবিষ্কারগুলি জ্ঞানীয় নমনীয়তায় ডোপামিনের গুরুত্ব তুলে ধরে”, বলেন ম্যাথিয়াস শ্রেকেনবার্গার। পূর্ববর্তী গবেষণাতেও দেখা গিয়েছিল পারকিনসন্স ডিজিজের মতো রোগে ডোপামিনের অভাব জ্ঞানীয় নমনীয়তার ঘাটতি সৃষ্টি করে। সুতরাং এই গবেষণার ফলাফল পূর্ববর্তী গবেষণার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই গবেষণা, মস্তিষ্কের রাসায়নিক ব্যবস্থায় জ্ঞানীয় নমনীয়তার গুরুত্ব বুঝতে সাহায্য করবে। তার সাথে স্নায়ু ও মনোরোগে এই নমনীয়তার উন্নয়নে সহায়ক হবে।