জয়সলমিরের আবহাওয়া পরিনতি – আশঙ্কার ইঙ্গিত

জয়সলমিরের আবহাওয়া পরিনতি – আশঙ্কার ইঙ্গিত

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩১ মে, ২০২২

রাজস্থান। বিকেলের সূর্যাস্ত, চলমান উটের সারি। সত্যজিতের সোনার কেল্লা ছবি। বাঙালির রোমান্টিসিজমের এক পিঠস্থান বলা যেতে পারে। তবে বাস্তব পরিস্থিতি বলছে অন্য কথা। জয়সলমির জেলায় এবছর তাপমাত্রা ছুঁয়েছে ৫০ ডিগ্রি সেলসিয়াস। তীব্র দাবদাহ। সেই সাথে জলের অভাবে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে জীবজন্তু। এমনিতেই এই জেলা ভারতের উষ্ণতম অঞ্চল গুলির একটি। মে জুল মাসে ৪৫-৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁয়ে যায়। তার উপর জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণতা বাড়ছে। সবচেয়ে সমস্যা হয় জলের। বেলা গড়ালেই মাঝ দুপুরে তাপমাত্রার তীব্রতা এত বেশি হয় যে, মানুষ তো দূর পশুরাও ছায়া খোঁজে। খোঁজে খাবার এবং জল। গাছের ছায়ার পাল বেঁধে জড়ো হয় পশুরা। গ্রীষ্মের দাবদাহে শুকিয়ে যায় কুয়োর জল। তার উপরে পাথর সংগ্রহের কারণে জল সরবরাহের উপর প্রভাব পড়ে বিস্তর। বিভিন্ন জায়গাতে পাথর খোঁড়ার ফলে আগে অল্প বৃষ্টিতেই যেখানে জল আসতো সেখানে জল পেতে সমস্যা হয় এখন। বিশেষত মে জুন মাসে জলের সমস্যা চরম আকার ধারণ করে। জলবায়ু পরিবর্তনের ফলে জয়সলমির জেলা ও আশেপাশের অঞ্চল আরো উষ্ণ কঠিন আবহাওয়ার মুখে পড়বে বলেই আশঙ্কা।