সোনার কেল্লার জন্য জয়সলমিরের খ্যাতি সর্বজনবিদিত। সম্প্রতি আরও একটি ঘটনার জন্য এই জয়সলমির হয়ত নতুনভাবে আবার খ্যাতি অর্জন করতে চলেছে। জয়সলমিরের খইয়াট গ্রামে, থর মরুভূমির বুকে বিশাল এক পায়ের ছাপ দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা নিশ্চিত যে এই পায়ের ছাপ ডাইনোসরের! শুধু একটা ছাপ নয়, তিন প্রজাতির ডাইনোসরের পায়ের ছাপ এখানে দেখেছেন বিজ্ঞানীরা। আর এক একটা ওইরকম পায়ের ছাপ দৈর্ঘ্যে ৩৫ সেন্টিমিটার! স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে এই মরুশহরে। বিজ্ঞানীদের অনুমান, ডাইনোসরগুলি শুধু আকারে বিশালই ছিল না, তারা ইউরোনেটস, গ্লেনরোসেনসিস এবং গ্ল্যালাটর টেনিয়াস প্রজাতির ডাইনোসর। বিজ্ঞানীরা অনুমান করেছেন, এই ডায়নোসরগুলির বিচরণকালের সময়টা প্রায় ২ কোটি বছর আগের! তাঁদের ধারণা, মরুভূমির ওই অঞ্চল তখন সমুদ্রের উপকূল ছিল। আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনে সেই সমুদ্র একসময় নিশ্চিহ্ন হয়ে যায়। পাশাপাশি ওই ডাইনোসরের পায়ের ছাপগুলিও পাথরে পরিণত হয়ে যায়। ১৫ বছর আগে ২০০৬-এ ভারতীয় বিজ্ঞানীরা জানিয়েছিলেন যে কচ্ছ উপত্যকা, গুজরাত এবং দাক্ষিণাত্যে একসময় ডাইনোসরের প্রজনন ক্ষেত্র ছিল। সাম্প্রতিক এই আবিষ্কার সেই তত্ত্বকেই মান্যতা দিল আর একটু বেশি।