টঙ্গার অগ্ন্যুৎপাত ছিল হিরোশিমার চেয়েও ভয়ঙ্কর

টঙ্গার অগ্ন্যুৎপাত ছিল হিরোশিমার চেয়েও ভয়ঙ্কর

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ জানুয়ারী, ২০২২

দশ দিন আগে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ টঙ্গা আক্রান্ত হয়েছিল ভয়ঙ্কর এক অগ্ন্যুৎপাতে। বিশ্বের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল টঙ্গার। ভূতাত্বিকরা খুঁজে পাচ্ছিলেন না অগ্ন্যুৎপাত ও সুনামির উৎসের কারণ। নাসার উপগ্রহের পাঠানো ছবির মাধ্যমে জানা গিয়েছে, হিরোশিমায় পারমাণবিক বিস্ফোরণে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়েছিল চেয়ে একশো গুণ বেশি শক্তি উৎপন্ন হয়েছিল টঙ্গার বিস্ফোরণে! গত ১৫ জানুয়ারি নাসার উপগ্রহের পাঠানো ছবিতে দেখা গিয়েছে দক্ষিণ প্রশান্ত সাগরের গর্ভে থাকা এক আগ্নেয়গিরি হঠাৎ জেগে উঠেছিল। তার লাভা উদগীরণে শুরু হয়েছিল প্রবল এক সুনামি। রাজধানী নুকু আলোফা ঢেকে গিয়েছিল বিষাক্ত ছাই আর জলে। টঙ্গার দুটি দ্বীপ সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। ফিজির সঙ্গে সংযোগকারী ৮২৭ কিলোমিটার দীর্ঘ রেললাইন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। নাসার উপগ্রহের পাঠানো ছবি থেকে বিজ্ঞানীরা জানিয়েছেন অগ্ন্যুৎপাত-সুনামির জোড়া বিপর্যয়ে প্রায় ৩০ মেগাটন শক্তি উৎপাদন হয়েছিল। ১৯৪৫-এ হিরোশিমা পারমাণবিক শক্তি বিস্ফোরণে ১৫ কিলো টন টিএনটি শক্তি বেরিয়েছিল।