টঙ্গায় ভয়াবহ অগ্ন্যুৎপাতের পর ত্রাণ পৌঁছল

টঙ্গায় ভয়াবহ অগ্ন্যুৎপাতের পর ত্রাণ পৌঁছল

বিজ্ঞানভাস সংবাদদাতা
Posted on ২২ জানুয়ারী, ২০২২

গত শনিবার আফ্রিকার টঙ্গাকে সাক্ষী হতে হল ভয়াবহ অগ্ন্যুৎপাত ও সুনামির। মৃত্যু, চোট আঘাতের বিপর্যয়, বাড়ি, ঘর ধ্বংস হয়ে যাওয়া-সব মিলিয়ে টঙ্গার ৮০ শতাংশ মানুষ, মানে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের দেওয়া হিসেব অনুযায়ী প্রায় ৮৪ হাজার মানুষ বিপর্যস্ত। দেশের সিঙ্গল ফাইবার অপটিক কেবল সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে/ যার ফলে বাকি পৃথিবীর সঙ্গে টঙ্গার কোনও যোগাযোগ নেই এই মুহুর্তে। দেশের আন্তর্জাতিক বিমানবন্দর ভর্তি হয়ে গিয়েছিল লাভার সঙ্গে বেরনো ছাইয়ে! সেনাবাহিনী সেই ছাই সরানোর পর বৃহস্পতিবার টঙ্গায় ত্রাণসামগ্রী নিয়ে পৌঁছল প্রথম বিমান। নিউজিল্যান্ড আর অষ্ট্রেলিয়া থেকে পাঠানো হল জল, জেনারেটর, শুকনো খাবার ও আরও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। জাপানও প্রতিশ্রুতি দিয়েছে ত্রাণ পাঠানোর। টঙ্গার সরকারের তরফে বিভিন্ন দেশের কাছে জল চাওয়া হয়েছে, বিভিন্ন অঞ্চল জুড়ে অগ্ন্যুৎপাতে জমে থাকা ছাই সরানোর জন্য!