
এক ফোঁটা অলিভ অয়েলের অনুপ্রেরণায়, বিজ্ঞানীরা বদলে ফেললেন টিকার ভবিষ্যৎ। mRNA টিকায় থাকে অতি ক্ষুদ্র ফ্যাট বুদবুদ (lipid nanoparticles)। এরা শরীরের কোষে বার্তা পৌঁছে দেয়। এদেরই একটি মাত্র উপাদান বদলে ফেলে তাঁরা কার্যসিদ্ধি করলেন। ফলে শুধু COVID-19-ই না, ক্যানসার আর জিন-সম্পাদনার জন্যও তৈরি হলো এক ঝাঁক স্মার্ট, নিরাপদ এবং আরও কার্যকর টিকা। পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে আয়নীভবনের উপযোগী লিপিড অণু, যা লিপিড ন্যানো কণার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। গবেষকরা এই অণুর কাঠামো বদলে ফেললেন এক পুরোনো কিন্তু উপেক্ষিত রাসায়নিক কৌশলে, যার নাম ম্যানিচ প্রতিক্রিয়া। এতে একসাথে তিনটি উপাদান জুড়ে তৈরি হলো শত শত নতুন লিপিড। পাওয়া গেল ফেনল গ্রুপ, যা প্রাকৃতিকভাবেই থাকে অলিভ অয়েল, চা প্রভৃতি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পদার্থে। ব্যথা, জ্বর, দুর্বলতা প্রভৃতির টিকার সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলি আসে শরীরের প্রদাহ প্রতিক্রিয়া থেকে। কিন্তু ফেনল গ্রুপ যুক্ত করলে, সেই প্রদাহ বেশ কমে যায়। কারণ ফেনল, ‘ফ্রি র্যাডিক্যাল’ দমন করে। এরা কোষের ডিএনএ ও প্রোটিন নষ্ট করতে পারে। ‘ফ্রি র্যাডিক্যাল’ হলো স্বাধীনভাবে বিরাজমান এক বা একাধিক বন্ধনযুক্ত (বিজোড়) ইলেকট্রনবিশিষ্ট অণু, পরমাণু বা আয়ন । গবেষক এমিলি হ্যান বলছেন, “ ফেনলযুক্ত লিপিডগুলো শুধু প্রদাহই কমায় না, উপরন্তু mRNA পৌঁছানোর দক্ষতাও বাড়ায়”। পরীক্ষায় দেখা গেছে, এই নতুন C-a16 নামের লিপিড দিয়ে বানানো ন্যানো কণাগুলো আগের যেকোনো mRNA টিকার চেয়ে ১৫ গুণ বেশি কার্যকর। ইঁদুরের কোষে আগুনপোকা জাতীয় জিন ঢুকিয়ে কোষকে এমনভাবে উজ্জ্বল করা গেছে যা আগের প্রযুক্তিকে হার মানায়। আর যদি জিন-সম্পাদনার কথা বলা যায়, তাহলে CRISPR দিয়ে লিভারের hATTR রোগ সারানো—তাতে C-a16 দ্বিগুণ কার্যকর। মেলানোমা (ত্বকের ক্যানসার)-এর মডেলে দেখা গেছে, C-a16 লিপিড দিয়ে চালানো mRNA টিকা, টিউমারকে তিন গুণ বেশি ছোট করতে পেরেছে। এমনকি ক্যানসার-যোদ্ধা টি -সেলগুলিকেও করেছে আরও সক্রিয়। কম চাপ তৈরি করেই তারা বেশি কার্যকর হয়েছে। কোভিড -এ mRNA টিকায় এই নতুন লিপিড ব্যবহার করে বিজ্ঞানীরা প্রাণীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা পাঁচ গুণ বাড়াতে পেরেছেন। সহ গবেষক কিম জানান, “শরীরের কোষের স্বাভাবিক অঙ্গগুলিতে কম বিঘ্ন ঘটিয়ে, এই নতুন ফেনল লিপিডগুলো ভ্যাকসিন আর জিন থেরাপিতে রীতিমতো বিপ্লব আনতে পারে”। শতাব্দী প্রাচীন এই ম্যানিচ প্রতিক্রিয়া বিজ্ঞানে রত্নখনি খুঁজে পাওয়া।
সূত্রঃ “Mannich reaction-based combinatorial libraries identify antioxidant ionizable lipids for mRNA delivery with reduced immunogenicity” Nature Biomedical Engineering. (18 July 2025)