টি.রেক্সের আদি নিবাস কোথায়?

টি.রেক্সের আদি নিবাস কোথায়?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১১ মে, ২০২৫

ধরা হয়, প্রায় ৭০ মিলিয়ন বছর পূর্বে উত্তর আমেরিকার মস্তবড়ো শিকারী হওয়ার আগে টিরানসরাস রেক্স নামক প্রকাণ্ড ডায়ানোসর প্রজাতি এশিয়া থেকে স্থলপথে আমেরিকামুখী যাত্রা চালায়। টি .রেক্সের উৎস একটা বিতর্কিত বিষয় । ইউসিএলের গবেষকদের নেতৃত্বে একটি নতুন গবেষণায়  দেখা যায় টিরানোসরাস রেক্সের অস্তিত্বের চিহ্ন মিলেছে এশিয়ায়। একদল গবেষক যুক্তি দেন যে টি রেক্সের উৎপত্তি এশিয়ায়, অন্যদের মতে উত্তর আমেরিকা। মরিসনের অনুসন্ধানগুলি প্রমাণ করে যে ,টি . রেক্সের প্রত্যক্ষ পূর্বপ্রজন্ম সম্ভবত এশিয়া থেকে উত্তর আমেরিকায় চলে এসেছিল। কিন্তু , উত্তর আমেরিকায় টি রেক্সের জীবাশ্ম থাকা সত্ত্বেও সরাসরি সেই প্রত্যক্ষ পূর্বপ্রজন্মের জীবাশ্ম এশিয়ায় অনাবিষ্কৃত রয়ে গেছে।

গত বছর, একটি গবেষণায় প্রস্তাব করা হয়েছিল যে নিউ মেক্সিকো থেকে টিরান্নোসরাস ম্যাক্রাইনসিসসের উদ্ভব টি রেক্সের তিন থেকে পাঁচ মিলিয়ন বছর আগের। মরিসনের দল এর বিরোধিতা করে যুক্তি দেন যে জীবাশ্মটির বয়স নির্ধারক প্রক্রিয়াটি আসলে অনির্ভরযোগ্য।  তাঁদের জীবভৌগোলিক মডেলটি টি রেক্সকে  উত্তর আমেরিকার জাতি বলেই নির্দেশ করে। এরা পাশ্চাত্যের লারামিডিয়া অঞ্চলে বিকশিত হয় , যে অঞ্চল একসময় আলাস্কা থেকে মেক্সিকো অবধি প্রসারিত ছিল।

রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স জার্নালে প্রকাশিত, গবেষণাটি  শুধুমাত্র টি. রেক্সদের অভিবাসনের ইতিহাসই বর্ণনা করে না, বরং এই প্রকাণ্ড শিকারী প্রাণীদের বিবর্তনীয় উত্থানও অনুসন্ধান করে। গবেষকরা বলেন এদের বিকাশ তথা বিবর্তনে জলবায়ুর একটা গুরুত্বপূর্ণ অবদান অবশ্যই লক্ষণীয় । প্রায় ৯২ মিলিয়ন বছর আগে বৈশ্বিক তাপমাত্রা শীর্ষে উঠেছিল, তবে খুব দ্রুতই একটি শীতলমুখী তাপমাত্রার পথ অনুসরণ করে। এই জলবায়ু পরিবর্তনটি টিরানোসরিড এবং প্রকাণ্ড শিকারীগুলির আকারের দ্রুত বৃদ্ধির প্রভাবক। শীতল আবহাওয়া সত্ত্বেও,তাপমাত্রা  এবং শরীরের ভরের মধ্যে কোন সরাসরি যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি, বরং জলবায়ুর পরিবর্তন এদের শিকারের গতিশীলতাকে পরিবর্তন করে পরোক্ষভাবে এদের দানবিক আকৃতির বিকাশে সাহায্য করেছে বলে মনে করা হয়।  গবেষণার প্রধান লেখক ক্যাসিয়াস মরিসন বলেন, “আমাদের মডেলিং বলছে, টি রেক্সের  পূর্বজরা সম্ভবত এশিয়া থেকে উত্তর আমেরিকায় এসেছিলেন, বর্তমান সাইবেরিয়া ও আলাস্কার মধ্যবর্তী বেরিং প্রণালী অতিক্রম করে ।“

যদিও টি রেক্স উত্তর মহাদেশগুলিতে আধিপত্য বিস্তার করেছিল, কিন্তু অন্যান্য প্রকাণ্ড শিকারির দল বেড়ে উঠেছিল দক্ষিণের সমষ্টিগত ভূ-ভাগের গণ্ডয়ানা অঞ্চলে। এদের শিকার করার কৌশল ছিল ভিন্ন। টি. রেক্স রা শক্ত চোয়ালের সাহায্যে হাড় ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো করত। কিন্তু অন্যরা তাদের ধারালো নখের ওপর নির্ভর করতো। এরা দক্ষিণ গন্ডোয়ানায় তরুণ ডায়নোসর প্রজাতিকে নিশানা করত। তখন আবার টি. রেক্সরা লারামিডিয়ায় ট্রাইসেরাটপস এবং এডমন্টোসরাস এর মতো দৈত্যাকার প্রজাতিগুলিকে শিকার করছিল। তাপমাত্রা হ্রাস পাওয়ার পর এই শিকারীদের আকার বিশাল হয়ে ওঠে। একই সাথে বড় শিকারীদের অন্য একটি দল অদৃশ্য হয়ে গেছিল।মরিসনের দলের ধারণা, এই দৈত্যাকার ডায়নোসোরদের বিলুপ্তির ফলে শীর্ষ শিকারীদের বসবাসের উপযুক্ত স্থান বেড়েছিল , ফলে তারা আকৃতিতে প্রসারিত হতে পেরেছিল।

ক্রিটেসিয়াস যুগের শেষের দিকে টি.রেক্সদের ওজন ছিল নয় টন , যা আফ্রিকান হাতির সাথে তুলনীয়।এদিকে, মেগারাপ্টররা দৈর্ঘ্যে ১০ মিটারেরও বেশি প্রসারিত হয়েছিল। ন্যাচারাল সায়েন্সেস আর্জেন্টিনার মিউজিয়ামের ডঃ মাউরো আরানসিয়াগা রোল্যান্ডো মেগারাপ্টরের বিবর্তনে গন্ডোয়ানার ভূমিকার উপর জোর দিয়েছেন। মহাদেশগুলি পৃথক হয়ে যাওয়ার সাথে সাথে মেগারাপ্টরগুলি বিভিন্ন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছিল এবং অস্ট্রেলিয়া আর প্যাটাগোনিয়ায় শীর্ষস্থানীয় শিকারী হিসাবে বিকশিত হয়েছিল।

বিজ্ঞানীরা জোর দিয়ে বলেছেন মেগারাপ্টরদের বিবর্তনীয় সময়রেখা পরিমার্জন করার জন্য আরও জীবাশ্ম প্রমাণ অপরিহার্য।

আপাতত, এই সিদ্ধান্তে পৌঁছানো গেছে যে, টি. রেক্সরা উত্তর আমেরিকারই গণভুক্ত হিসেবেই বিবর্তিত হয়েছিলো। এশিয়াই তাদের মূল উৎসস্থল কিনা সে বিষয়টি আজও রহস্যাবৃত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 9 =