বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৯ নভেম্বর, ২০২১
টীকার দু’টি ডোজ নেওয়ার পরেও করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়ান্টের আক্রমণ কমছে না। ইংল্যান্ডে একটি সমীক্ষা হয়েছে ৬০০-র বেশি মানুষকে নিয়ে। তাতে দেখা গিয়েছে টীকার দু’টি ডোজ নেওয়ার পরেও প্রচুর মানুষ ডেল্টা ভ্যারিয়ান্টে আক্রান্ত হচ্ছে। সেখানেই শেষ নয়, টীকা নেওয়া মানুষের শরীর থেকে টীকা না নেওয়া মানুষের শরীরেও ডেল্টা ভ্যারিয়ান্ট আক্রমণ করছে! এবং আরও দেখা যাচ্ছে টীকা না নেওয়া মানুষ ডেল্টা ভ্যারিয়ান্টে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালেও ভর্তি হতে হচ্ছে। লন্ডনের ইম্পিরিয়াল কলেজের অধ্যাপক অজিত লালভানি জানিয়েছেন, ডেল্টা ভ্যারিয়ান্টের প্রতিষেধক হিসেবে টীকার দু’টো ডোজও যথেষ্ঠ নয়। টীকার দু’টো ডোজের প্রভাব সম্পর্কে বিজ্ঞানীরা আরও জেনেছেন যে, টীকার প্রভাব তিন মাস পর আর থাকছে না।