ডাইনোসররাও ভাইরাসে আক্রান্ত হত!

ডাইনোসররাও ভাইরাসে আক্রান্ত হত!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ ফেব্রুয়ারী, ২০২২

প্রাগৈতিহাসিক যুগেও প্রাণীরা অসুখমুক্ত ছিল না। জীবাণু সাধারণত জীবাশ্মে রূপান্তরিত হয় না। তবু বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ডাইনোসররাও শ্বাসযন্ত্রের সংক্রমণে আক্রান্ত হত! ১৫ কোটি বছর আগের এক কিশোর ডাইনোসরের শ্বাসযন্ত্রে সংক্রমণের চিহ্ন খুঁজে পেয়েছেন। যে ডাইনোসরদের ডলি পয়েন্ট বলা হত। মানে তাদের ঘাড় ছিল লম্বা। বিজ্ঞানীরা দেখেছেন, মারা যাওয়ার সময় ডলি পয়েন্ট ডাইনোসরের দৈর্ঘ্য ছিল ১৮ মিটার। তখনও তার বয়স ২০-তে পৌঁছয়নি। তার শ্বাসযন্ত্রে সংক্রমণ হয়েছিল। সেখান থেকে সেই ভাইরাস ডাইনোসরের মাথা ও ঘাড়ের হাড়েও ছড়িয়ে পড়েছিল। সেই হাড় বিশ্লেষণ করে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। তাদের গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকা সায়েন্টিফিক রিপোর্টসে। এর আগেও বিজ্ঞানীদের গবেষণায় আদিম যুগের প্রাণীদের অসুখের আবিষ্কার হয়েছে। কিন্তু ডলি পয়েন্ট ডাইনোসরের শ্বাসযন্ত্রে সংক্রমণের আবিষ্কার আগের আবিষ্কারগুলোর চেয়ে অন্তত ৫ কোটি বছর আগের ঘটনার কথা জানাল। একেই প্রাচীনতম বলছেন বিজ্ঞানীরা।