দাঁত হীন ডাইনোসোর অস্ট্রেলিয়ায়!
অস্ট্রেলিয়ায় খোঁজ মিলল দাঁতহীন ডাইনোসরের
সম্প্রতি, সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে প্রকাশিত এক প্রতিবেদনে মিলেছে চাঞ্চল্যকর এক তথ্য। খোঁজ মিলেছে দাঁতবিহীন এক বিরল প্রজাতির ডাইনোসরের জীবাশ্মের। ইলাফ্রসর প্রজাতির ডাইনোসরটি নাকি ১১ কোটি বছর আগে অস্ট্রেলিয়াতেই ঘোরাফেরা করত।
কেমন দেখতে ছিল এই ডাইনোসর ?
জীবাশ্ম খতিয়ে দেখা গেছে, এই প্রজাতির ডাইনোসর গুলির দীর্ঘাকৃতি গলা দেখা যেত। ছোট ছোট হাতের মতো দেখতে পা এবং হালকা শরীর। উদ্ভট প্রজাতির এই ডাইনোসরের তরুণ বয়সে দাঁতের হৃদিশ মিললেও প্রাপ্তবয়স্ক অবস্থায় তারা সকলেই ছিল দাঁতহীন। দাঁতের পরিবর্তে ইলাফ্রসরের ছিল শৃঙ্গাকার চঞ্চু।
আমাদের কাছে ডাইনোসর এখনও খানিক রূপকথার গল্পের মতই। পৃথিবীর বুকে এক সময় বিচরণ করতো যে অতিকায় ডাইনোসররা, আজ শুধু পাওয়া যায় তাদের হাড়গোড় আর জীবাশ্ম। গবেষকরা মনে করেন পৃথিবীতে এক বিরাট আকারের গ্রহাণুর আঘাতে যে বিস্ফোরণ ও পরিবেশগত পরিবর্তন হয়েছিল সেই প্রাকৃতিক বিপর্যয়ের কারনেই ডাইনোসররা নিশ্চিহ্ন হয়ে যায়।
আর কি কখনো ফিরতে পারে ডাইনোসর?
এখনও আট থেকে আশি প্রত্যেকেরই কৌতুহলের কারণ এই ডাইনোসর। আর কি কোনোদিন দেখা মিলবে এই ডাইনোসরের? জুরাসিক পার্কের কাল্পনিক চরিত্র গুলো কি আর কখনো স্বচক্ষে দেখা সম্ভব? একেবারেই তা অসম্ভব, বিজ্ঞানীরা কিন্তু সে কথা বলছেন না। ‘আজগুবি’ বলে উড়িয়েও দিচ্ছেন না সেই সম্ভাবনা বা আশঙ্কা। কারণ, বিবর্তনের নিয়মেই ডাইনোসররা হারিয়ে গিয়েছে পৃথিবী থেকে। তারপর বিবর্তনের প্রক্রিয়ার মধ্যে দিয়েই সরিসৃপ থেকে এসেছে স্তন্যপায়ী প্রাণীরা। হয়ত বিবর্তনের রথের চাকাই আবার খোঁজ দেবে এমন কোনো প্রাণীর।