ডাচ প্রযুক্তিতে বর্জ্য শোষণ ড্রোনের!

ডাচ প্রযুক্তিতে বর্জ্য শোষণ ড্রোনের!

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ১ জুলাই, ২০২২

সম্প্রতি, নদী ও অন্যান্য জলাভূমি থেকে প্লাস্টিক বর্জ্য অপসারণের অভিনব পদ্ধতির আবিষ্কার করল একটি ডাচ সংস্থা। প্লাস্টিক নিষ্কাশনের জন্য তৈরি করল বিশেষভাবে ভাসমান একটি ড্রোন। নাম দেওয়া হয়েছে ওয়েস্ট শার্ক। নামের মধ্যেই লুকিয়ে রয়েছে এই বিশেষ ড্রোনের মাহাত্ম্য। হাঙ্গর বা তিমির দ্বারা অনুপ্রাণিত হয়েই তৈরি করা হয়েছে এই ড্রোন। তিমি বা হাঙরের মত ৪ ফুটের এই ড্রোনও একই পদ্ধতিতে নদীতে ভেসে বর্জ্য শোষণ করে নেবে। রটারডামে তৈরি হওয়া মেরিন ড্রোনটির মধ্যে রয়েছে মূলত দুটি কক্ষ। প্রথমটিতে অনেকটা তিমির মতোই জল-সমেত সে গিলে ফেলবে প্লাস্টিক বর্জ্য। এই কক্ষে মূল বর্জ্যগুলির থেকে পৃথকীকরণ করা হয় ছোটো মাছ এবং অন্যান্য জলজ প্রাণীদের। সেগুলিকে সে আবার ফিরিয়ে দেবে প্রকৃতিতে। অন্যদিকে মূল প্লাস্টিক বর্জ্যগুলি সংরক্ষিত হবে দ্বিতীয় কক্ষে। এক একটি অভিযানে সবমিলিয়ে প্রায় ১৬০ লিটার প্লাস্টিক বর্জ্য নিষ্কাশন করতে পারে এই ড্রোন, এমনটাই জানিয়েছে প্রস্তুতকারক সংস্থা। এই যন্ত্র চালাতে প্রয়োজন পড়বে না কোনও জীবাশ্ম জ্বালানির। ফলে, স্বয়ংক্রিয় এই ড্রোনকে কার্বন-নিঃসরণ শূন্যই বলা চলে। এই ড্রোনের রক্ষণাবেক্ষণের খরচও তুলনামূলকভাবে অনেকটাই কম। পাশাপাশি পরিবেশের বাস্তুতন্ত্রকেও প্রভাবিত করে না এই যন্ত্র। ফলে, আগামীদিনে বিজ্ঞানীদের কাছে প্লাস্টিক অপসারণের অন্যতম হাতিয়ার হয়ে উঠতে চলেছে এই ড্রোন। তবে মুলত নদী, হ্রদ কিংবা পুকুরের মতো মিষ্টিজল থেকে বর্জ্য পৃথকীকরণের জন্যই বিশেষভাবে নির্মিত হয়েছে এই স্বয়ংক্রিয় যন্ত্রটি।