ড্রোনের সহায়তায় দেখা যাবে সন্তানসম্ভবা ডলফিনদের

ড্রোনের সহায়তায় দেখা যাবে সন্তানসম্ভবা ডলফিনদের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৫ ফেব্রুয়ারী, ২০২২

এবার ড্রোনের সহায়তায় দেখা যাবে সন্তানসম্ভবা ডলফিনদের। এত বছর ধরে মহিলা ডলফিনদের সঙ্গে বাছুর ডলফিন দেখে বোঝা যেত তারা সন্তানসম্ভবা। অ্যাবারদিন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এবার ড্রোনের সহায়তায় তোলা ছবি দেখে সরাসরি বুঝতে পারবেন কোনও মহিলা ডলফিন সন্তানসম্ভবা হয়েছে কি না। বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গত ৩০ বছর ধরে সংরক্ষিত ডলফিনদের পর্যবেক্ষণ করে যাচ্ছেন বোঝার জন্য তাদের মধ্যে কে সন্তানসম্ভবা হয়েছে। তার জন্য ড্রোনের সহায়তায় তোলা হয়েছে আকাশ থেকে তাদের ছবি। অন্যতম গবেষক বারবারা চেনি বলেছেন, “এত বছর ধরে আমরা শুধু বুঝতে পারতাম ডলফিনরা গর্ভবতী হয়েছে। কিন্তু দেখা সম্ভব ছিল না যে, কতগুলো ডলফিনের সন্তান জন্মানোর আগেই মারা গিয়েছে। ড্রোনের সহায়তায় তোলা ছবি আমাদের জানিয়ে দেবে সেই চিত্রটা এবং এটা বোঝার জন্য ডলফিনদের ছুঁতেও হবে না।” এই গবেষণার কথা প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা রিমোট সেন্সিং ইন ইকোলজি অ্যান্ড কনজারভেশনে।