তথ্য প্রযুক্তির অর্থনীতি

তথ্য প্রযুক্তির অর্থনীতি

নিজস্ব সংবাদদাতা
Posted on ৫ আগষ্ট, ২০২১
তথ্য প্রযুক্তির অর্থনীতি

সরকারে একটা কথা চলে – আইটি/আইটিইএস সেক্টর। অর্থাৎ কেবল তথ্য প্রযুক্তি নয়, তথ্য প্রযুক্তি সক্ষম পরিষেবাও। ইন্ডিয়া ব্র্যান্ড ইকুইটি ফাউনডেশনের (https://www.ibef.org/) একটা ছোট্ট হিসেব সকলের জানা দরকার। ২০১৯-২০২০-তে বিশ্বের ৫৫% মার্কেট শেয়ার ভারতের হাতে যার মূল্য ২০০ থেকে ২৫০ বিলিয়ন ইউএস ডলার। ভারতকে বলা হচ্ছে লিডিং সোর্সিং ডেস্টিনেশন। তথ্য প্রযুক্তি ও বিপিএম অর্থাৎ বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট ব্যবসায় ভারত ২০২০ আর্থিক বছরে ১৯১ বিলিয়ন ইউএস ডলায় রেভিনিউ কামিয়েছে যার বৃদ্ধি ৭.৭% এবং মনে করা হচ্ছে এই উপার্যনের পরিমানটা ২০২৫-এ গিয়ে দাঁড়াবে ৩৫০ বিলিয়ন ইউএস ডলায়। ডিজিটাল ব্যবসা ২০২৫-এ দাঁড়াবে সমগ্র শিল্পের ৩৮% এবং তার থেকে ভারতের উপার্জন হবে ৬৯,৮৯,০০০ কোটি টাকা। ভারতের জিডিপিতে তথ্য প্রযুক্তি বানিজ্যের অবদান ১৯৯৮-এ ছিল ১.২%। সেখান থেকে ২০১৭-য় এসে দাঁড়িয়েছিল ৭.৭%। ২০২০-র হিসেবে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না! কিন্তু ভারতের উপার্জন কথাটির অর্থ কী? এই কথা তরুণদের বিশেষ করে বোঝা দরকার। ৬৯,৮৯,০০০ কোটি টাকা উপার্জনের শরীক হতে কে না চায় বলুন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + twenty =