তাপঘটিত সেরামিক, পদার্থের নতুন সদস্য

তাপঘটিত সেরামিক, পদার্থের নতুন সদস্য

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ অক্টোবর, ২০২২

বিজ্ঞানের দুনিয়ায় আবার একটা হঠাৎ আবিষ্কার। অধ্যাপক র‍্যান্ডেল আর্ব আর তাঁর পিএইচডি ছাত্র জেসন বাইস একেবারেই অন্য শ্রেণির এক পদার্থ তৈরি করে বসলেন। নতুন সেরামিক কাজে লাগবে নানা ক্ষেত্রে, ইলেক্ট্রনিক্সে সেলফোন অথবা রেডিওর বিভিন্ন অংশ বানাতে।

প্রোফেসর আর্ব মজা করে বলছেন, ল্যাবে যখনই কিছু জিনিস ভাঙে নতুন পদার্থ আবিষ্কারের সৌভাগ্য নিয়েই আসে। আর্ব আর ওনার ছাত্র গত জুলাই মাস থেকে বিশ্ববিদ্যালয়ের এক ক্লায়েন্টের জন্যে একটা সেরামিক যৌগ নিয়ে পরীক্ষা করছিলেন। তারপর ব্লোটর্চ দিয়ে সেটাকে ফাটিয়ে দেওয়ার পরেই পদার্থটা একেবারে অন্য রূপ ধারণ করে। প্রথমে দেখে মনে হয়েছিল আরেকটা পরীক্ষা বুঝি ব্যর্থ হল।

কিন্তু সেখানেই চমকে গিয়েছিলেন দুই গবেষক। সাধারণত তাপের শকে সেরামিক ভেঙে যায়। কিন্তু এ ক্ষেত্রে সেটা না হয়ে পদার্থটা খুব সুন্দরভাবে অন্য আকার ধারণ করে। আর্ব বলছেন, নতুন এই সেরামিক চমৎকার জ্যামিতিবিশিষ্ট। শুধু তা’ই নয়, স্বাভাবিক তাপমাত্রায় তাপ পরিবহনেও সক্ষম।

অ্যাডভান্সড মেটিরিয়ালস পত্রিকায় বেরিয়েছে এই গবেষণাপত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + three =