তিনে মিলে করি কাজ

তিনে মিলে করি কাজ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ আগষ্ট, ২০২১

আলাস্কার অ্যালিউশিয়ান দ্বীপপুঞ্জে একসঙ্গে তিনটি আগ্নেয়গিরির বিস্ফোরণ হয়েছে! বিরল এই ঘটনায় অবশ্য এখনও পর্যন্ত স্থানীয় অঞ্চলের মানুষদের কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি। ভয়ঙ্কর এরকম ঘটনার কথা সম্প্রতি শোনা যায়নি। যদিও স্থানীয় মানুষের দাবি, অনেক বছর আগে আলাস্কায় একসঙ্গে আগ্নেয়গিরি বিস্ফোরণের ঘটনা কিন্তু প্রায়ই হত। আলাস্কার আগ্নেয়গিরি পর্যবেক্ষণ কেন্দ্রের একজন গবেষক ম্যাথিউ লোয়েন জানিয়েছেন, একসঙ্গে তিন আগ্নেয়গিরির বিস্ফোরণ আলাস্কার মানুষ শেষবার দেখেছিল সাত বছর আগে। তিন আগ্নেয়গিরির মধ্যে দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে রয়েছে গ্রেট সিটকিন আগ্নেয়গিরি। সেখান থেকেই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি লাভা আর ছাই বেরচ্ছে। বাকি দু’টির মধ্যে পাভলভ আগ্নেয়গিরি দ্বীপপুঞ্জ থেকে প্রায় ৬০০ মাইল দূরে। কিন্তু সেখান থেকে নির্গত লাভা আর ছাইয়ের দাপট কম। আর তৃতীয় আগ্নেয়গিরিটিতে কয়েকবার বিস্ফোরণ হয়েছিল। যদিও তার দাপট এখন কিছুটা কম। তিনটি আগ্নেয়গিরিতেই বিস্ফোরণ হয়েছে এক সপ্তাহ আগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =