তৃতীয় ঢেউয়ের পর হৃদযন্ত্রের সমস্যা- বলছে গবেষণা

তৃতীয় ঢেউয়ের পর হৃদযন্ত্রের সমস্যা- বলছে গবেষণা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ ফেব্রুয়ারী, ২০২২

কোভিডে আক্রান্ত হয়ে করোনা মুক্ত হওয়ার পরেও হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কার কথা সামনে এসেছে সাম্প্রতিক গবেষণায়। করোনা ভাইরাসের তৃতীয় ধাক্কার পরেই বাড়ছে হৃদরোগের আশঙ্কা। আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকা ‘নেচার’ এ প্রকাশিত রিপোর্টই জানাচ্ছে এমন কথা।

রিপোর্টে বলা হচ্ছে, সাম্প্রতিক অতীতে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তদের ওপর একটি গবেষণা চালানো হয়। মোট ১ লক্ষ ৫৩ হাজার ৭৬০ জন রোগীর ওপর এই গবেষণাটি চালানো হয়। সেই গবেষণাতেই দেখা যায় যারা কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, সুস্থ হওয়ার পর ১ বছর পর্যন্ত তাদের হৃদরোগের আশঙ্কা থাকতে পারে। উপসর্গ মৃদু হলে ঝুঁকি খানিক কম।
কেবল নেচার নয় জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েসান সহ বিভিন্ন বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত গবেষণাপত্রে একই বিষয়ের ইঙ্গিত দেওয়া হচ্ছে।কলকাতার হৃদরোগ বিশেষজ্ঞ অতনু সাহা জানান, তৃতীয় ঢেউ এর পর হার্টের পেশেন্ট চিকিৎসা করাতে আসার সংখ্যাটা প্রচুর। যাদের স্টেবল অ্যাঞ্জেনা ছিল, যেমন হাঁটা চলা করলে বুকে ব্যাথা ইত্যাদি, তাঁরা আনস্টেবল অ্যাঞ্জেনা নিয়ে আসছেন, অর্থাৎ মাইল্ড স্ট্রোকের মতো শারীরিক সমস্যা তাদের দেখা দিয়েছে। এটা নিয়ে কোনো দ্বিমত নেই যে ডেল্টা ভেরিয়েন্টের পরে, রক্ত জমাট বাঁধার যে টেণ্ডেন্সি হার্টের ওপর তা প্রভাব ফেলেছে।