ত্বকের সংক্রমণ রোধে মৃদু বৈদ্যুতিক তরঙ্গ

ত্বকের সংক্রমণ রোধে মৃদু বৈদ্যুতিক তরঙ্গ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩০ অক্টোবর, ২০২৪

চিকিৎসা বিজ্ঞানে মানুষের মতো স্তন্যপায়ী প্রাণীর চিকিৎসায় কোনো কোনো ক্ষেত্রে ওষুধ ব্যবহার না করে রোগের চিকিত্সার জন্য বিদ্যুৎ ব্যবহৃত হয়। যেমন, পেসমেকার ছোটো বৈদ্যুতিক স্রোতের সাহায্যে হৃদপেশিকে উদ্দীপিত করে হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করতে পারে। এক ধরণের বায়োনিক চোখ, রেটিনা প্রস্থেসিসে বিদ্যুত ব্যবহার করে রোগীর রেটিনাকে উদ্দীপিত করে তাদের দৃষ্টি আংশিকভাবে পুনরুদ্ধার করা যায়। এরকম কোনো ওষুধ ব্যবহার না করেই ত্বকে মৃদু বিদ্যুত তরঙ্গ ব্যবহার করে গবেষকরা ব্যাকটেরিয়া সংক্রমণ বন্ধ করতে সক্ষম হয়েছেন। গবেষকরা একটা ত্বকের প্যাচ ডিজাইন করেছেন যেখানে জীবাণু নিয়ন্ত্রণ করতে মৃদু বৈদ্যুতিক তরঙ্গ ব্যবহার করা হয়। এই গবেষণা সেল প্রেস জার্নাল ডিভাইসে প্রকাশিত হয়েছে। এতে ত্বকের সংক্রমণ এবং ক্ষত নিরাময়ে ওষুধ মুক্ত চিকিত্সার সম্ভাবনা দেখা গেছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের বোঝি তিয়ান বলেছেন, অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়ার গুরুতর চ্যালেঞ্জের মুখে এই প্রযুক্তির বিশেষ সম্ভাবনা রয়েছে।
অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহারের ফলে বিশেজুড়ে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া বৃদ্ধি পাচ্ছে। এতে ওষুধ ক্রমশ কার্যকারিতা হারাচ্ছে। পূর্ববর্তী গবেষণা অনুসারে, ২০১৯ সালে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে বিশ্বজুড়ে ১২.৭ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। স্ট্যাফাইলোকক্কাস এপিডারমাইডিস, মানুষের ত্বকে বাস করে, নানা জীবাণু সংক্রমণ থেকে মানুষকে রক্ষা করে। কিন্তু কাটা বা অন্য কোনোভাবে যেমন ক্যাথিটার দিয়ে যদি এটা মানুষের শরীরে প্রবেশ করে তবে গুরুতর সংক্রমণ হতে পারে। এর তিন ধরনের স্ট্রেন ওষুধ প্রতিরোধী হয়ে গেছে। গবেষকরা জানিয়েছেন, এই ব্যাকটেরিয়া মানুষের ত্বকের পক্ষে উপকারী হওয়ার জন্য এদের নির্মূল করা ঠিক নয়।
গবেষকরা ১.৫ ভোল্টের দুর্বল বৈদ্যুতিক ভোল্টেজের সাথে ব্যাকটেরিয়াকে উদ্দীপিত করেছিল, যা মানুষের জন্য খুবই মৃদু ও নিরাপদ বলে মনে করা হয়। এই বিদ্যুৎ তরঙ্গ ১৮ ঘন্টা ধরে প্রতি ১০ মিনিটে ১০ সেকেন্ডের জন্য দেওয়া হয়েছিল। অম্লীয় অবস্থায়, এই বৈদ্যুতিক চিকিত্সায় ব্যাকটেরিয়াগুলোর বায়োফিল্মের ৯৯% হ্রাস পায়। বায়োফিল্ম হল ব্যাকটেরিয়ার এমন গুচ্ছ যা ওষুধ আটকে দিয়ে ক্রমাগত সংক্রমণের দিকে পরিচালিত করে। যখন পরিবেশের pH অম্লীয় বা ক্ষারীয় না হয়ে প্রশমিত হয় তখন এই বৈদ্যুতিক চিকিত্সার কোন প্রভাব দেখা যায় না। বিশ্লেষণে জানা গেছে, বৈদ্যুতিক উদ্দীপনার পরে, স্ট্যাফাইলোকক্কাস এপিডার্মিডিস-এর অ্যান্টিবায়োটিক প্রতিরোধ এবং বায়োফিল্ম গঠন সম্পর্কিত জিনের অভিব্যক্তিতে হ্রাস দেখা যায়। স্ট্যাফাইলোকক্কাস এপিডার্মিডিসকে উদ্দীপিত করে ত্বকের ক্ষতস্থানের চিকিত্সা করার জন্য, গবেষকরা একটা ত্বকের প্যাচ ডিজাইন করেছেন, যার নাম তারা দিয়েছেন বায়োইলেক্ট্রনিক লোকালাইজড অ্যান্টিমাইক্রোবিয়াল স্টিমুলেশন থেরাপি বা ব্লাস্ট৷ অম্লীয় পরিবেশে কাজ করার জন্য প্যাচে ইলেক্ট্রোড ও একটা হাইড্রোজেল রয়েছে। তারা স্ট্যাফাইলোকক্কাস এপিডার্মিডিস দিয়ে টিকা দেওয়া শুকরের মাংসের ত্বকে ডিভাইসটি পরীক্ষা করে দেখেছেন এই ব্যাকটেরিয়া কোশ প্রায় ১০ গুণ হ্রাস পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − twelve =