থমকে গেল বিশ্বের বৃহত্তম রকেট

থমকে গেল বিশ্বের বৃহত্তম রকেট

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ১৯ এপ্রিল, ২০২৩

সোমবার স্টারশিপের প্রথম পরীক্ষামূলক উড়ান স্থগিত করল SpaceX। এটা এখনও পর্যন্ত স্পেসএক্স সংস্থার তৈরি সবচেয়ে শক্তিশালী রকেট। এর মাধ্যমে চাঁদ আর মঙ্গলে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা রয়েছে ইলন মাস্কের সংস্থার।
স্পেসএক্স-এর কর্তারা জানিয়েছেন, এদিন সুপার হেভি বুস্টার অংশে চাপের সমস্যার কারণে নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগে লঞ্চ বাতিল করা হয়। লঞ্চ প্যাডেই থমকে দাঁড়িয়ে থাকে লম্বাচওড়া রকেট।
আপাতত অন্তত ৪৮ ঘণ্টার আগে পুনরায় উৎক্ষেপণের কোনও সম্ভাবনা নেই। টেক্সাসের বোকা চিকাতে স্পেসএক্স-এর স্পেসপোর্ট স্টারবেস থেকে ভারতীয় সময় সন্ধ্যা ৬.৫০ নাগাদ এই লঞ্চ হওয়ার কথা ছিল।
মার্কিন মহাকাশ সংস্থা নাসা ২০২৫ সালের শেষদিকে মহাকাশচারীদের চাঁদে নিয়ে যাওয়ার জন্য এই স্টারশিপ মহাকাশযানকেই বরাত দিয়েছে। আর্টেমিস-৩ মিশনের মাধ্যমে চাঁদে মহাকাশচারী পাঠাবে নাসা।
স্টারশিপ লঞ্চ প্যাডে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রায় ১৬৪ ফুট উঁচু। সাধারণ হিসাবে যা প্রায় ১৬ তলা অট্টালিকার সমান। তবে শুধু এটুকুই নয়। এটা আবার প্রায় ২৩০ ফুট লম্বা প্রথম পর্যায়ের সুপার হেভি বুস্টার রকেটের উপরে বসানো হয়।