দক্ষিন কোরিয়া প্রথম নিজেদের প্রযুক্তিতে বানানো রকেট মহাকাশে পাঠালো

দক্ষিন কোরিয়া প্রথম নিজেদের প্রযুক্তিতে বানানো রকেট মহাকাশে পাঠালো

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ জুন, ২০২২

এই প্রথম দক্ষিন কোরিয়া নিজেদের দেশীয় প্রযুক্তিতে নির্মিত রকেট উৎক্ষেপন করো মহাকাশে এবং সেই রকেটে স্যাটেলাইট উৎক্ষেপন করে পাঠিয়ে দিল নির্দিষ্ট কক্ষপথে। গত ২১ শে জুন মঙ্গলবার নুরি নামের একটি রকেট দক্ষিন কোরিয়ার দক্ষিনাঞ্চলীয় দ্বীপের গোয়েহাঙ্ক উৎক্ষেপন কেন্দ্র থেকে স্থানীয় সময় অনুযায়ী বিকেল নাগাদ উৎক্ষেপণ করা হয়। এই নিয়ে দ্বিতীয় বারের চেষ্টায় নিজের প্রযুক্তিতে নির্মিত রকেট নুরি আকাশে পাঠাতে সফল হলো। গতবছর প্রথম বার ২০২১ সালে অক্টোবর মাসে একটি ডামি স্যাটেলাইট সহ মহাকাশে নিজেদের প্রযুক্তিতে তৈরি রকেট মহাকাশে পাঠাতে গিয়ে ব্যার্থ হয়েছিল। কিন্তু সাফল্য এলো দ্বিতীয় বারে। এবারের রকেট টির দৈর্ঘ্য ছিল ১৫৪ ফুট। এই রকেটে ভূপৃষ্ঠ থেকে ৭০০ কিমি উচ্চতায় নিয়ে যাওয়ার জন্যে একটি সক্রিয় স্যাটেলাইটও নিয়ে যাওয়া হয়। স্যাটেলাইট টি আসলে ভেরিফিকেশন স্যটেলাইট হিসেবেই নিয়ে যাওয়া হয়। তেমনটাই জানিয়েছে সে দেশের বিজ্ঞান মন্ত্রনালয়। এবং স্যাটেলাইটটির অবস্থান ঠিক কোথায় তা আন্টার্কটিকায় দক্ষিন কোরিয়ার একটি স্টেশনে সংকেত পাঠিয়ে তা নিশ্চিত করেছে। বিজ্ঞান মন্ত্রনালয় জানিয়েছে মোট ৪ টি স্যাটেলাইট পাঠানো হয়েছে। সেগুলি মূলত মহাকাশ থেকে পৃথিবী পর্যবেক্ষণ করবে।