কোভিড মহামারীকে ঠেকাতে, বিশেষত পৃথিবীর দরিদ্র দেশগুলোর জন্য সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ সমর্থিত এক কোম্পানি কোভিড-১৯-এর প্রতিষেধক হিসেবে অল্প দামের এক ওষুধ তৈরি করল। কোম্পানিটির নাম মার্ক অ্যান্ড কোং। ওষুধটির নাম কোভিড-১৯ মলনুপিরাভির। পৃথিবীর দরিদ্র দেশগুলোর জন্যই তৈরি হয়েছে এই ওষুধ। অ্যান্টিভাইরাল এই ওষুধটি গত ডিসেম্বরে হঠাৎই মার্কিন যুক্তরাষ্ট্রে অনুমোদন পেয়ে গিয়েছিল। কারণ গুরুতরভাবে কোভিডে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে দেখা গিয়েছিল পরীক্ষামূলকভাবে এই ওষুধ খাওয়ার পর অন্তত ৩০ শতাংশ রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়নি। ভারত, চিন, এবং আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্য মিলিয়ে মোট ২৭টি দেশের ওষুধ নির্মাতাদের ডাকা হয়েছে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ এবং মার্কের তরফে। ওষুধ তৈরি করার জন্য এবং পেটেন্টের চুক্তিপত্রে সই করার জন্য। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ অনুমোদিত মেডিসিন পেটেন্ট পুল জানিয়েছে পৃথিবীর ১০৫টি অনুন্নত দেশে এই ওষুধ মানুষকে দেওয়া হবে।