কেন আর বেতওয়া দুই নদী। তাদের মধ্যে সংযোগস্থাপন করা হচ্ছে। মধ্যপ্রদেশের কেন নদী থেকে জল নিয়ে ছাড়া হবে উত্তরপ্রদেশের বেতওয়া নদীতে। তার পরিণামে মধ্যপ্রদেশের পাটনা ব্যাঘ্র প্রকল্পের অস্তিত্ব পড়তে চলেছে মহাসংকটে। আলিগড় বিশ্ববিদ্যালয়ের ওয়াইল্ড লাইফ বিভাগের গবেষকদের করা গবেষণা থেকে জানা গিয়েছে, এই দুই সংযোগ স্থাপন হলে পাটনা ব্যাঘ্র প্রকল্পের একটা বড় অংশ, প্রায় ৫৩.৮ বর্গ কিলোমিটার জলের তলায় চলে যাবে! অসংখ্য বাঘের সঙ্গে হারিয়ে যাবে সম্বর, চিতা, নীল গাই ও বন্য শুয়োরও। উদ্ভিদের সঙ্গে জঙ্গল ও প্রকৃতির ভারসাম্য রাখে প্রাণীকূলও। গবেষকরা জানিয়েছেন প্রায় ২০ লক্ষ গাছ মারা পড়বে বাঁধ তৈরি হলে। পাটনা ব্যাঘ্র প্রকল্প দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাঘ্র প্রকল্পগুলোর মধ্যে একটা। ২০০৯-এ এখানে বাঘের সংখ্যা ছিল শূন্য। ২০১৯-তে সংখ্যাটা পৌঁছয় ৫৪-য়। কেন-বেতওয়া প্রকল্প বাস্তবায়িত হলে আশঙ্কা করা হচ্ছে আবার বাঘের সংখ্যা কমে যাবে।