দুই মেরুতে বরফ ফিরিয়ে আনা সম্ভব, খরচও কম

দুই মেরুতে বরফ ফিরিয়ে আনা সম্ভব, খরচও কম

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ সেপ্টেম্বর, ২০২২

আর্কটিক হোক বা অ্যান্টার্কটিক, দুই মেরুতেই উষ্ণায়নের আঁচ বেশি পড়েছে। তাপপ্রবাহ বেড়েই চলেছে, বরফ গলার শেষ নেই। তাতে সমুদ্রতলের উচ্চতা বেড়ে গিয়ে মহাপ্লাবনের পরিস্থিতিও তৈরি হতে পারে। কিন্তু এনভায়রনমেন্টাল রিসার্চ কমিউনিকেশনে প্রকাশিত নতুন এক গবেষণাপত্র আশার আলো নিয়ে আসতে পারে।

মেরুঅঞ্চলে যতখানি সূর্যরশ্মি এসে পড়ে, তার পরিমাণ নিয়ন্ত্রণ করা সম্ভব। পদ্ধতিটা খুব বেশি খরচেরও নয়। খুব উঁচু দিয়ে উড়ে যাওয়া জেট বিমান থেকে সূক্ষ্ম এরোসল কণা ছড়িয়ে দিতে হবে ৬০ ডিগ্রি উত্তর ও দক্ষিণ দ্রাঘিমার উপরে। মাটি থেকে ৪৩০০০ ফুট উপরে বায়ুস্তরে এরোসল ছড়িয়ে দিলে ধীরে ধীরে কণাগুলো মেরুর দিকে সরে যায়। তাতে সূর্যের আলো ঢাকা পড়ে যাবে, উষ্ণতা কমবে মেরু এলাকায়।

যদিও নতুন এই গবেষণা থেকে জলবায়ু নিয়ন্ত্রণের ব্যয়, লাভ বা ঝুঁকির ব্যাপার খতিয়ে দেখা হচ্ছে। মেরু এলাকার কাছাকাছি ক্রায়োস্ফিয়ার রক্ষা করা যাবে কিনা তা সময়ই বলবে।