দুটি কাঁচের গোলক চাঁদে!

দুটি কাঁচের গোলক চাঁদে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ ফেব্রুয়ারী, ২০২২

কাঁচের গোলক মিলল চাঁদে। একটি নয়। দু’টি কাঁচের গোলককে পড়ে থাকতে দেখা গেল চাঁদের বুকে শুকনো খরখরে ধূসর রঙের ধুলোর উপরে। মার্বেলের মতো। দু’টি গোলকই খুব স্বচ্ছ। চাঁদের যে পিঠটি পৃথিবী থেকে দেখা যায় না সেই দিকেই পড়ে রয়েছে কাচের গোলকদু’টি।
চিনের পাঠানো ‘ইয়ুতু-২’ রোভারের চোখে ধরা পড়ল চাঁদের বুকে ছড়িয়ে থাকা কাচের গোলকদু’টি।
আবিষ্কারের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘সায়েন্স বুলেটিন’-এ।
তবে সেই অত্যন্ত স্বচ্ছ গোলকদু’টি ঠিক কী কী পদার্থে তৈরি তা বুঝে ওঠা এখনও সম্ভব হয়নি চিনা রোভারের। তবে কাচের এই দু’টি গোলক থেকে চাঁদের ইতিহাস জানা সম্ভব হতে পারে বলে বিশ্বাস জ্যোতির্বিজ্ঞানীদের।