দূষণে ভারতীয়দের গড় আয়ু ৫ বছর কমছে

দূষণে ভারতীয়দের গড় আয়ু ৫ বছর কমছে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ জুন, ২০২২

দূষণের সর্বগ্রাসী হামলার কবলে পড়ে ভারতের অবস্থাও কতটা ভয়াবহ তা জানা গেল শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউটের সাম্প্রতিক গবেষণায়। রিপোর্ট অনুযায়ী, বায়ুদূষণের প্রকোপে গড়ে পাঁচ বছর করে আয়ু কমছে ভারতীয়দের! দেশের রাজধানীর অবস্থা আরও শোচনীয়। সেখানে গড় আয়ু কমছে প্রায় ১০ বছর। নিঃসন্দেহে এই গবেষণার ফল পরিষ্কার করে দিচ্ছে দূষণের রক্তচক্ষু এদেশে কতটা প্রকট হয়ে উঠেছে।
শিকাগো বিশ্ববিদ্যালয়ের ওই সংস্থার এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স অনুযায়ী ভারতের সবচেয়ে দূষিত রাজ্যের তালিকায় দিল্লির পরেই রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা ও ত্রিপুরা। এই রাজ্যগুলিতে দূষণের ছোবলে মানুষের গড় আয়ু কমছে যথাক্রমে ৮.২ বছর, ৭.৯ বছর, ৭.৪ বছর ও ৬ বছর। যদি হু’র বেঁধে দেওয়া নিরাপদ মাত্রার মধ্যে দূষণকে নিয়ন্ত্রণে না রাখা যায়, তাহলে এভাবেই মানুষকে ভুগতে হবে বলে জানাচ্ছে ওই গবেষণা। গত মাসেই ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নালের এক তথ্য জানিয়েছিল, ২০১৯-এ দূষণের জেরে ভারতে মৃত্যু হয়েছে প্রায় ২৪ লক্ষ মানুষের! এর মধ্যে কেবল বায়ুদূষণেরই বলি ১৬ লক্ষ ৭০ হাজার মানুষ! এদিকে দূষণের পাশাপাশি অপুষ্টির ছোবলে ১.৮ বছর ও ধূমপানের ফলে ১.৫ বছর আয়ুও কমছে বলে জানাচ্ছে ওই গবেষণা।