দূষণ আটকাতে শহরে ৩০০টি সৌর প্যানেল

দূষণ আটকাতে শহরে ৩০০টি সৌর প্যানেল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ মার্চ, ২০২২

ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমে প্রাচীন এক শহর এক্সেটার। রোমান সাম্রাজ্যের সময়ের এই শহরের প্রশাসনের লক্ষ্য শহরের বাতাসকে কার্বন-শূন্য করে তোলা। যত তাড়াতড়ি সম্ভব। সেই লক্ষ্যে প্রথম পদক্ষেপ নিল প্রশাসন। শহরের বাসিন্দাদের সরবরাহ করা হল ৩০০টি সৌরপ্যানেল। এক্সেটার সিটি কাউন্সিলের তরফে জানানো হয়েছে, ২০৩০-এর মধ্যে শহরের আরও ৪ হাজার বাসিন্দাদের সৌরপ্যানেল দেওয়া হবে। মোট খরচ ২.৬ মিলিয়ন পাউন্ড। কাউন্সিলের ইঞ্জিনিয়ারদের আশা, সৌরপ্যানেলে শহরের দূষণ অনেক কমে যাবে, ইনসুলেশন ব্যবস্থার অনেক উন্নতি ঘটবে এবং বায়ু চলাচল ব্যবস্থাও প্রচুর উন্নতি করবে। একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, তিনি সৌরপ্যানেলটা দিনে মাত্র দেড় ঘন্টা চালান। তাতে শুধু আলোই সারা দিন এবং রাত জ্বলে না, বাড়ির সেন্ট্রাল হিটিং সিস্টেমও দারুণভাবে কাজ করছে। এমনকী ইংল্যান্ডের প্রবল শীতেও ঘর গরম থাকছে।