দূষণ : সক্রিয় অতিমারি

দূষণ : সক্রিয় অতিমারি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ মে, ২০২২

অতিমারির কবল থেকে বাঁচার জন্যে ছটফট করেছে মানুষ গত দুবছর। অথচ আমাদের চলতি ব্যবস্থায় অতিমারির আকার ধারণ করেছে আর একটি বিষয়। আর তা হলো দূষণ। ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নালের সাম্প্রতিক তথ্য জানাচ্ছে ২০১৯ সালে ভারতে প্রায় ২৪ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে দূষণের কবলে পড়ে। এর মধ্যে প্রায় ১৭ লক্ষ কেবল বায়ুদূষণের ফলেই গত হয়েছেন। আর সারা পৃথিবীতে ঐ একই বছরে অর্থাৎ ২০১৯ এ দূষণের কারণে মৃত্যু হয়েছে প্রায় ৯০ লক্ষ মানুষের। এর পরবর্তী বছর গুলির সমীক্ষা চালালে মৃত্যু সংখ্যা কমবে কি? আর কমলে তা কতই বা! বরং বাড়ার সম্ভবনাকে উড়িয়ে দেওয়া যায় না। এও কি অতিমারি নয়? গ্লোবাল অ্যালায়েন্স অন হেলথ অ্যান্ড পলিউশনে’র সদস্য রিচার্ড ফুয়েলার, যিনি ল্যানসেটের ঐ রিপোর্টের লেখকও, জানিয়েছেন, বাড়তে থাকা দূষণ ক্রমাগত জনস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে।