দৃশ্যদূষণ রুখতে কলকাতায় এবার ইউনিপোল হোডিং

দৃশ্যদূষণ রুখতে কলকাতায় এবার ইউনিপোল হোডিং

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ৮ আগষ্ট, ২০২২

দৃশ্যাদূষণ রুখতে হেরিটেজ ভবন থেকে বিজ্ঞাপন হোর্ডিং সরছে। এবার জলাভূমিকেও হোর্ডিংমুক্ত করছে কলকাতা পুরসভা। সেই সঙ্গে শহরে চালু হচ্ছে ইউনিপোল হোর্ডিং। নির্দিষ্ট দূরত্বে পরপর একটি পোল থাকবে। এই হোর্ডিং পোলের মাপ সমান থাকবে বলে বুধবার জানান মেয়র পারিষদ দেবাশিস কুমার। যত্রতত্র বিজ্ঞাপনে মুখ ঢেকে গিয়েছে তিলোত্তমার। পূর্ব কলকাতার জলাশয়গুলিও দখল করে রয়েছে বিশাল বিশাল হোর্ডিং। এইসব বিজ্ঞাপন হোর্ডিংয়ে শহরে দৃশ্য্দূষণ বাড়ছে। দূষণ রোধ করতে বিজ্ঞাপন নীতি তৈরি করছে পুরসভা। পুজোর আগেই এই বিজ্ঞাপন নীতি চালু করতে চাইছে কর্তৃপক্ষ। সেজন্যত বুধবার বিজ্ঞাপন নীতি নিয়ে জরুরি বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। ছিলেন মেয়র পারিষদ (বিজ্ঞাপন) দেবাশিস কুমার ও পুর কমিশনার বিনোদ কুমার। ৫২ পাতার নয়া বিজ্ঞাপন নীতির খসড়ায় শহরে কোনগুলি হোর্ডিং জোন এবং কোনটি নন হোর্ডিং জোন হচ্ছে তা বলা রয়েছে। কোন হোর্ডিং জোনে কী ধরনের বিজ্ঞাপন দিতে হবে তাও উল্লেখ করা হয়েছে। যেমন পার্ক স্ট্রিটের মতো কর্পোরেট এলাকার সঙ্গে সামঞ্জস্য্ থাকে সেই ধরনের বিজ্ঞাপন দিতে হবে। সব থেকে উল্লেখযোগ্যর হচ্ছে ইউনিপোল চালু। এছাড়া ডিজিটাল হোর্ডিংয়ের উপর বেশি জোর দেওয়া হচ্ছে। হেরিটেজ ভবনের পাশাপাশি হেরিটেজ জোন যেমন ধর্মতলা, বিবাদী বাগ এই সব এলাকায় বিজ্ঞাপন নিষিদ্ধ করা হচ্ছে। জলাভূমির উপর যেসব হোর্ডিং রয়েছে সেগুলি খুলে ফেলা হবে।