বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ নভেম্বর, ২০২১
হিঙ্গলগঞ্জের হেমনগরে বৃহস্পতিবার দুপুরে দেখা মিলল তার। নদী পেরিয়ে পায়ে এসে হাঁপাচ্ছিল দক্ষিণ রায়। পূর্ণবয়স্কা বাঘিনী। সুন্দরবনের হেমতাবাদে যে সব পর্যটক বেড়াতে গিয়েছিলেন তাঁরা পেয়ে গেলেন কালীপুজোর উপহার। বেশ কিছুক্ষণ বাঘিনী বসেছিল। তারপরে ঘুরে বেড়াচ্ছিল এদিক ওদিক। মনের সুখে ছবি তুলেছেন পর্যটকেরা। পর্যটকেরা বেজায় খুশী। খুশী পর্যটন দফতরও।