দেখা গেল পৃথিবীর প্রতিবেশী গ্রহাণুকে

দেখা গেল পৃথিবীর প্রতিবেশী গ্রহাণুকে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৪ ফেব্রুয়ারী, ২০২২

চিলির মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীর পাশের কক্ষপথে থাকা এক ট্রোজান গ্রহাণুকে তারা দেখেছেন। সাদার্ণ অ্যাস্ট্রোফিজিক্যাল রিসার্চ টেলিস্কোপের সহায়তায় এই গ্রহাণুকে দেখেছেন মহাকাশ বিজ্ঞানীরা। এক হাজার বছর ধরে গ্রহাণুটি ইতিমধ্যে রয়েছে ওখানে। বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীর পাশের কক্ষপথে আগামী চার হাজার বছর থাকবে এই গ্রহাণু। মহাকাশ বিজ্ঞানীদের দেওয়া হিসেব অনুযায়ী এই গ্রহাণুর আয়তন ১.২ কিলোমিটার গুণিতক ৪০০ মিটার। এত বড় হওয়ার জন্যই বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর পাশের কক্ষপথে থাকতে পারবে গ্রহাণুটি। বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, এই গ্রহাণু সম্পর্কে বিশদে জানতে ওখানে মহাকাশযান পাঠানো হবে। এখনও পর্যন্ত দুটি গ্রহাণুতে পাঠানো হয়েছে মহাকাশযান। বিজ্ঞানীদের উদ্দেশ্য সৌরমণ্ডল তৈরির ইতিহাস জানা। বিশেষত, সৌরমণ্ডল এবং গ্রহাণুগুলোতে কী পরিমাণ মৌলপদার্থ, খনিজদ্রব্য রয়েছে সেই সম্পর্কে জানতেই গ্রহাণুতে পাঠানো হবে মহাকাশযান।