দ্রুততম প্রদক্ষিণ নক্ষত্রের

দ্রুততম প্রদক্ষিণ নক্ষত্রের

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ১ আগষ্ট, ২০২২

মিল্কিওয়ে গ্যালাক্সি, যে গ্যালাক্সিতেই অবস্থান আমাদের পৃথিবীর; সেই গ্যালাক্সির কেন্দ্রস্থ ব্ল্যাক হোল যার নাম ‘স্যাজিটেরিয়াস এ’- এই ব্ল্যাকহোলের চৌদদ্দি থেকে ঘুরে বেড়ানো অনেক মহাজাগতিক উপাদানের একটি হলো ‘এস৪৭১৬’। এটি আসলে একটি নক্ষত্র। ব্ল্যাকহোল আসলে অতি ক্ষুদ্র স্থানে বিপুল ভরের সহাবস্থান- আমরা জানি একথা। আর সেকারণেই ব্ল্যাকহোলের মধ্যেকার এস্কেপ ভেলোসিটি আলোর অতিবেগের চেয়েও বেশি- সেকারণেই আলো পর্যন্ত ব্ল্যাকহোলের ভেতর থেকে বাইরে আসতে পারে না। আমরা ব্ল্যাকহোলের যে ছবি পাই তা আসলে ব্ল্যাকহোলের পরিধির বাইরের দিককার একটা অনুমান মাত্র। এবং একথাও জানা যে এই পরিধিতে যে মহাজাগতিক বস্তু এসে পড়ে সেও ক্রমাগত ব্যলাকহোলের পরিধিতে প্রদক্ষিণ করতে করতে ব্ল্যাকহোলেই নিমজ্জিত হয়। বিজ্ঞানীরা দেখেছেন ‘স্যাজিটেরিয়াস এ’ ব্ল্যাকহোলের পরিধিতে ‘এস৪৭১৬’ নক্ষত্রটি সবচেয়ে কম সময়ে প্রদক্ষিণ করে ফেলেছে। যা আসলে যেকোন নক্ষত্রের প্রদক্ষিণের সময়ের নিরিখে রেকর্ড বলা যেতে পারে। মাত্র ৪ ঘন্টায় ২৩.৫ মিলিয়ন কিলোমিটার পথ অতিক্রম করে নক্ষত্রটি প্রদক্ষিণ করেছে ব্ল্যাকহোলের পরিধি। যা জ্যোতির্বিজ্ঞানীদের জ্ঞাত সবচেয়ে স্বল্প দৈর্ঘ্যের প্রদক্ষিণ সময়। গবেষণার প্রধান অথার ফ্লোরিয়ান পেইস্কার বলেন এটি সম্পূর্ণ অপ্রত্যাশিত।