নজরে আগামী ৫০ বছর

নজরে আগামী ৫০ বছর

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ আগষ্ট, ২০২১

সব খারাপের মধ্যেও কিছু আশার বাণী শোনালো পরিবেশ নিয়ে তৈরি করা রাষ্ট্রপুঞ্জের সাম্প্রতিকতম রিপোর্ট। ওই রিপোর্টে বলা হয়েছে, গ্রিন হাউজ গ্যাসের নির্গমন ঠেকাতে বিভিন্ন দেশ যে ভাবে চেষ্টা করছে তাতে আর ৫০ বছরের মধ্যেই গ্রিন হাউজ গ্যাসের নির্গমন শূন্যের কাছাকাছি চলে আসবে। এর ফলে সমুদ্রের তাপমাত্রা স্থিতিশীল হয়ে যাবে‌। আর গ্রিন হাউজের গ্যাসের নির্গমন বেশ কিছু কাল ধরে শূন্য মাত্রায় থাকলে সমুদ্রের জলের তাপমাত্রা কমতে শুরু করবে। খুব ধীরে ধীরে। ওই রিপোর্টে সমুদ্র বিজ্ঞান নিয়ে একটা অংশ রয়েছে। সেই অংশে এই আশার বাণী শুনিয়েছেন সমুদ্র বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের মূল লক্ষ্য হল, ১৭৫০ সালে সমুদ্রের জলের তাপমাত্রা যা ছিল সেখানে ফিরে যাওয়া। রাষ্ট্রপুঞ্জের পরিবেশ রিপোর্টের সমুদ্র বিজ্ঞান অংশটির এক লেখক জানাচ্ছেন, ‘এর মধ্যে প্রকৃতির এমন কিছু পরিবর্তন ঘটে গিয়েছে যা ‘স্থায়ী’ হয়ে গিয়েছে। অর্থাৎ সেগুলিকে আর উল্টোদিকে ঘোরানো সম্ভব হবে না। তাই ১৭৫০ সালের পরিস্থিতিতে পৌঁছে যাওয়া কিছুতেই সম্ভব নয়।’ ‘তবে গ্রিন হাউজ গ্যাসের নির্গমন শুনতে নামিয়ে এনে সমুদ্রের জলের তাপমাত্রা বৃদ্ধির হার অনেকটাই কমিয়ে আনা যাবে। আগামী ৫০ বছর তাই খুবই গুরুত্বপূর্ণ,’ মন্তব্য ওই সমুদ্রবিজ্ঞানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 7 =