নতুন আতঙ্কের নাম স্ক্রাব টাইফাস

নতুন আতঙ্কের নাম স্ক্রাব টাইফাস

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩ সেপ্টেম্বর, ২০২১

কোভিড-১৯-এ ধরাশায়ী মানবসভ্যতায় নতুন আর এক আতঙ্কের নাম স্ক্রাব টাইফাস! উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলে, মথুরা, ফিরোজাবাদ, মেইনপুরি, ইটা আর কাশগঞ্জের গ্রামাঞ্চলে এই অসুখের প্রকোপ রীতিমত ভয় ধরানোর মতো! মূলত শিশুরা আক্রান্ত হচ্ছে স্ক্রাব টাইফাসে। প্রবল জ্বর, প্রায় অজ্ঞানভাব চলে আসা, অসহ্য মাথা এবং সারা শরীর জুড়ে ভীষণ যন্ত্রণা, গা ভর্তি র‍্যাশ বেরনো– এগুলোই হচ্ছে স্ক্রাব টাইফাসের লক্ষণ। গবেষকরা জানতে পেরেছেন, স্ক্রাব টাইফাস একটি ব্যাকটিরিয়া। সংক্রামিত চিগার (লার্ভাল মাইটস) কামড়ালে মানুষের শরীরে এই ব্যাকটিরিয়া প্রবেশ করে। মথুরার একটি গ্রাম কোহে ২৬ জন শিশু স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়েছে। আতঙ্কের আরও একটা গুরুত্বপূর্ণ কারণ স্ক্রাব টাইফাসের কোনও ভ্যাকসিন এখনও পর্যন্ত বার করতে পারেননি বিজ্ঞানীরা। সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) গবেষকরা বলছেন, স্ক্রাব টাইফাসে কেউ আক্রান্ত হয়েছে জানা গেলে তার থেকে শতহস্ত দূরে থাকতে হবে। একই সঙ্গে শিশুদের উদ্দেশে সিডিসি-র গবেষকদের বার্তা– হাত, পা সবসময় ঢেকে রাখতে, ঘন গাছপালা আছে এরকম অঞ্চলে না যেতে, ঘরে মশারি টাঙ্গিয়ে শুতে আর পার্মেথেরিন মজুত রাখতে। পার্মেথেরিনে চিগার মারা যায়।