নতুন ওষুধ আবিষ্কার হতে চলেছে

নতুন ওষুধ আবিষ্কার হতে চলেছে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৬ মার্চ, ২০২২

মানুষের শরীরে ওষুধ প্রয়োগের নতুন পদ্ধতি আবিষ্কার করল লিন্ড্রা নামের এক সংস্থা। যে ওষুধ মানুষকে তার প্রয়োজনে খেতে হয় রোজ সেটা মাসে বা সপ্তাহে একবার খেলেই কাজ হবে। সংস্থাটির দাবি, স্কিজোফ্রেনিয়া-সহ বহু জটিল রোগ সারানো যাবে সেই ওষুধে। এতে মানুষের অপ্রয়োজনে ওষুধ খাওয়ার বদভ্যাসও কমিয়ে ফেলা যাবে। তাছাড়া, গবেষদের দাবি, নিয়মিত ওষুধ খেতে খেতে কিডনির মত মানুষের অনেক অঙ্গ দ্রুত দুর্বল হয়ে পড়ে, সেটাও কমবে এই ওষুধ খেলে। সংস্থাটিকে অর্থসাহায্য করেছে বিল অ্যান্ড মেলিন্দা গেটস ফাউন্ডেশন। এদের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকায়। শুয়োরের শরীরে এই অভিনব পদ্ধতিতে তৈরি ওষুধ পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে দেখা হয়েছে। এবার প্রথম পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালও শুরু করা হবে। গবেষকরা জানিয়েছেন, মানুষের শরীরে বিভিন্ন ওষুধ প্রয়োগের ক্ষেত্রে বাণিজ্যিকভাবে এই পদ্ধতি চালুর জন্য আগামী বছর আমেরিকার এফডিএ-র অনুমোদন পেতে আবেদন করা হবে। যাতে ২০২৪ থেকে এই পদ্ধতির সুযোগ নিতে পারেন সাধারণ মানুষ।