নতুন গোত্রের ঝড় আবিষ্কার

নতুন গোত্রের ঝড় আবিষ্কার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ জানুয়ারী, ২০২২

আমফান, ফণী, ইয়াস, নিসর্গ বা গুলাব-সাম্প্রতিককালে ভারতের উপকূলবর্তী অঞ্চল জুড়ে এই ঘূর্ণিঝড়গুলোই পরিচিত নাম হয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে। তবে শুধু সাইক্লোন নয়, প্রায় ১০ রকমের ঘূর্ণিঝড় তৈরি হয় পৃথিবীর বায়ুমণ্ডলে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। কিন্তু এর বাইরেও আরও এক নতুন ঘূর্ণিঝড় আবিষ্কার করলেন আবহাওয়াবিদরা। নাম দিয়েছেন বায়ুমণ্ডলীয় হ্রদ। যদিও হ্রদের সঙ্গে ঝড়ের কোনও সম্পর্ক নেই। আবহাওয়াবিদদের পর্যবেক্ষণে, ভারত মহাসাগরের বিষুব অঞ্চলে, উত্তর ও দক্ষিণের ১০ ডিগ্রির মধ্যেই সৃষ্টি হয় এই ঝড়ের। বায়ুমণ্ডলের আর্দ্রতা ও জলীয় বাস্পের ঘনত্ব অনেক বেড়ে গেলে এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। কিন্তু আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই ঝড় অন্যান্য ঝড়ের মত বিধ্বংসী নয়। কিন্তু ধীর গতিতে চলার ফলে এই ঝড় বহুক্ষণ ধরে বাতাসে থাকে। বায়ুমণ্ডলে ভাসমান হ্রদের মত ঘুরে বেড়ায় জলীয় বাস্পসমৃদ্ধ বায়ুস্তর। তাই নাম দেওয়া হয়েছে বায়ুমণ্ডলীয় হ্রদ।