বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৫ অক্টোবর, ২০২১
বৃহস্পতিবার মধ্যরাতের পরে পরেই পরিষ্কার আকাশে চোখ রাখতেই দেখা মিলল ওদের। চাঁদকে দেখা গেল দুটি অন্য গ্রহের মধ্যমণি হিসেবে।রুপোলি রঙের বৃহস্পতি আর হলদেটে সাদা রঙের শনির (অনেকটাই অস্পষ্ট) মাঝখানে কিছুটা কাস্তের মতো দেখতে চাঁদ। একটু হলদেটে রঙে। আকাশ পরিষ্কার থাকলে কোজাগরি লক্ষ্মী পুজো পর্যন্ত রোজই দেখা যাবে এই দৃশ্য। জ্যোর্তিবিজ্ঞানীরা জানাচ্ছেন, ৯ অক্টোবর থেকেই আকাশে শুরু হয়ে গিয়েছিল এই মিলন মেলা। তবে, আকাশে মেঘ থাকায় কলকাতা থেকে এই দৃশ্য দেখা যায়নি। আজ শুক্রবার রাত পর্যন্ত দেখা যাবে। জ্যোর্তিবিজ্ঞানীরা বলছেন, বৃহস্পতিবার রাতে
শনিকে খালি চোখে আরও ভালো দেখা যেত যদি না শুকতারা আর চাঁদ এত উজ্জ্বল না থাকত।