নষ্ট হয়ে যাওয়া অরণ্য বাঁচাচ্ছেন উপজাতিরা

নষ্ট হয়ে যাওয়া অরণ্য বাঁচাচ্ছেন উপজাতিরা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ ফেব্রুয়ারী, ২০২২

ভেনেজুয়েলার বৃহত্তম সংরক্ষিত অরণ্য ইমাটাকা ফরেস্ট রিজার্ভ। ঘনত্বের বিচারে আমাজনের সমতুল্য বলা হয় যাকে। ছয়, সাত দশক আগেও এই অরণ্য ছিল আমাজনের মতই বৈচিত্র্যের আধার। কিন্তু তারপর থেকেই শুরু হয়েছিল জঙ্গল ধ্বংস করা। লগিং এবং অবৈধভাবে মাটি খোঁড়ার কাজের জন্য, পরিসংখ্যান বলছে অরণ্যের ৪০ শতাংশ ফাঁকা হয়ে গিয়েছে গত পাঁচ দশকে। অরণ্যের প্রায় ৪০ শতাংশ গাছ কেটে ফেলেছে অনুপ্রবেশকারীরা। সেই জঙ্গলের প্রাণ ফিরিয়ে আনতে আন্দোলনে নেমেছেন অরণ্যে কয়েক শতাব্দী ধরে বাস করা স্থানীয় কারিনা উপজাতির মহিলারা। কারিনা সম্প্রদায়ের মানুষের মূল জীবিকা ছিল পশু ও মৎসশিকার। জঙ্গল ফাঁকা হতেই তাদেরও পেটে টান পড়তে শুরু করেছিল। একইসঙ্গে জঙ্গলের বৈচিত্র্যময় বাস্তুতন্ত্রও বিলুপ্ত হতে থাকে। এই অবস্থায় জঙ্গল ধ্বংসের বিরুদ্ধে জনমত গড়ে তোলেন কারিনা উপজাতির সদস্যা সিসিলিয়া রিভাস। তার নেতৃত্বে শুরু হয় মহিলাদের আন্দোলন। একইসঙ্গে শুরু হয় অরণ্য জুড়ে মহিলাদের টহলদারি। ২০১৯ থেকে শুরু হওয়া এই আন্দোলনের কারিনা উপজাতির মহিলারা রিভাসের নেতৃত্বে নতুনভাবে গাছ পুঁতেছেন, মাটি খুঁড়ে ফেলার জন্য যে প্রচুর ছোট জলাভূমির সৃষ্টি হয়েছিল, সেগুলো বুঁজেছেন। গত দু’বছরের পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, বহু প্রজাতির প্রাণীও ফিরেছেন সেই জঙ্গলে। ইমাটাকা ফরেস্ট রিজার্ভ এখন কার্বন শোষণের হারে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে।