কলকাতার মুকুন্দপুরের বেসরকারি হাসপাতাল ‘আমরি’ সফল ভাবে সম্পন্ন হলো দেশের প্রথম অক্সিপিটাল নার্ভের অস্ত্রোপচার। ইম্ফলের বছর ১৮-র তরুণী রোগী রেমি ভুগছিলেন মাথার যন্ত্রণায়। কিন্তু প্রথমে চিহ্নিত করা যাচ্ছিলো না রোগ। রেমি জানায় মাথার ডান দিকে যন্ত্রণা করতো তার। শেষে পরীক্ষায় দেখা যায় অক্সিপিটাল নার্ভের সমস্যা রয়েছে রেমির। গত সোমবার অর্থাৎ ১৫ই নভেম্বর মার্কিন স্নায়ুরোগ বিশেষজ্ঞ সহ ৫ সদস্যের শল্যচিকিৎসক দল অস্ত্রোপচার সম্পন্ন করেন সফলভাবে। স্নায়ুরোগ বিশেষজ্ঞ মিলিন্দ দেওগাওকর জানান এরাজ্যে তো বটেই এদেশে এটিই প্রথম অক্সিপিটাল নার্ভের অস্ত্রোপচারের উদাহরণ। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তরুণী।
অস্ত্রোপচারের পদ্ধতির নাম অক্সিপিটাল নার্ভ স্টিমুলেশন। এই পদ্ধতিতে মাথায় অক্সিপিটাল তার প্রবেশ করিয়ে কলার বোনের কাছে বসানো হয় একটি যন্ত্র। এই যন্ত্র থেকেই প্রয়োজন মতো তরঙ্গ পৌঁছায় স্নায়ুতে। ডঃ দেওগাওকর নার্ভ সিস্টেমটিকে পেসমেকারের সাথে তুলনা করেন। এই সাফল্যে স্বাভাবিক ভাবেই উৎসাহিত চিকিৎসকমহল।