নাসার ক্যামেরায় পৃথিবী আর চাঁদের অবস্থানের অপরূপ দৃশ্য

নাসার ক্যামেরায় পৃথিবী আর চাঁদের অবস্থানের অপরূপ দৃশ্য

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৪ মে, ২০২২

মঙ্গল থেকে পৃথিবী আর চাঁদকে কীরকম দেখতে লাগে, বিশেষত তারা একই সরলরেখায় অবস্থান করলে-অভূতপূর্ব সেই ছবি এবার মার্স অরবিটারের ক্যামেরায় প্রকাশ করল নাসা। এই ছবি যখন তোলা হয়েছিল মঙ্গল থেকে ১৪২ মিলিয়ন কিলোমিটার দূরে ছিল পৃথিবী। নাসার ছবিতে পৃথিবী এবং চাঁদের দৃশ্যমান অংশই দেখা গিয়েছে। ছবির ব্যাকগ্রাউন্ডে কালো নিকষ অন্ধকার। তার মধ্যে নীলাভ পৃথিবী এবং সাদা রঙের চাঁদ। নাসার তরফে জানানো হয়েছে ২০১৭-র অক্টোবরে তোলা হয়েছিল এই ছবি। নাসার মার্স রিকনসেন্স অরবিটার মহাকাশে পৌঁছেছিল ২০০৫-এর অগস্টে। মঙ্গলের কক্ষপথে সেই অরবিটার তার অত্যাধুনিক ক্যামেরা নিয়ে প্রবেশ করেছিল ২০০৬-এর মার্চে।