যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ১৬ অক্টোবর মহাকাশযান লুসিকে নিয়ে উড়েছিল নাসার রকেট অ্যাটলাস ফাইভরয়টার্স। লুসি মহাকাশে
যান্ত্রিক ত্রুটির মুখে পড়েছে। বৃহস্পতি গ্রহকে প্রদক্ষিণরত বেশ কয়েকটি গ্রহাণু পর্যবেক্ষণে ১২ বছরের অভিযানে পাঠানো হয় লুসিকে। নাসার তথ্য অনুযায়ী, নভোযানের মূল দুই সোলার প্যানেলের একটিতে সমস্যা দেখা দেয়। এই ধরনের মহাকাশযানে বিদ্যুৎ উৎপাদনে সোলার প্যানেল কার্যকর থাকা খুব গুরুত্বপূর্ণ। আমেরিকার ফ্লোরিডা থেকে ১৬ অক্টোবর নির্ঝঞ্ঝাটে আকাশে ওড়ে উড্ডয়ন লুসি বহনকারী রকেট। সময়মতো ঠিকঠাক বেরিয়ে আসে লুসির দুই সোলার প্যানেল। তবে কেবল একটি প্যানেল পুরোপুরি মেলে কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছেছে। নাসা জানাচ্ছে, নিরাপদেই আছে লুসি। অভিযানটিও ভেস্তে যায়নি। অন্যান্য যন্ত্রাংশও কার্যকর। তবে অভিযানটির সঙ্গে সম্পৃক্ত নাসার প্রকৌশলীরা বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
ব্লগ পোস্টে নাসা লিখেছে, বর্তমান অবস্থায় কোনো নিরাপত্তা শঙ্কা ছাড়াই কাজ করতে পারবে লুসি।