
অতর্কিতে নাসা তার প্রধান বিজ্ঞান অফিস বন্ধ করে দিয়েছে। এই অফিস ৭ বিলিয়ন ডলারের বিজ্ঞান বাজেটের তত্ত্বাবধান করে এবং হাবল স্পেস টেলিস্কোপ এবং বিভিন্ন মার্স রোভারসহ মিশনগুলি পরিচালনা করে। যখন চাঁদে নভোচারী পাঠানো এবং মঙ্গল গ্রহে যাওয়ার পরিকল্পনার চলছে, ঠিক সেই সময়ে, সংস্থা আরও ২টি অফিস এবং ২৩ জন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে। এরপরেও শীর্ষ নেতৃত্বের কাছে আশা রাখছে স্বাধীন বৈজ্ঞানিক পরামর্শের। নাসার অস্থায়ী প্রশাসক, জ্যানেট পেট্রো সংস্থা-ব্যাপী একটি ই-মেইলে বলেছেন, “আমরা এটিকে আমাদের কর্মীবাহিনী পুনর্গঠনের একটি সুযোগ হিসেবে দেখছি”! দক্ষতা বাড়ানোর নামে, এটি যে আসলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পরামর্শদাতা এলন মাস্কের নেতৃত্বে ফেডারেল সরকারের আকার কমানোর একটি চরম পদক্ষেপ তা জানতে আর বাকি নেই। এই ছাঁটাই মার্কিন যুক্তরাষ্ট্রের সকল ফেডারেল সংস্থার কর্মচারী কমানোর পরিকল্পনা জমা দেওয়ার আবশ্যিক তারিখের কয়েক দিন আগেই হয়ে গেছে। ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর, নাসার প্রথম ছাঁটাই এটি। অন্যান্য ফেডারেল সংস্থাগুলির থেকে এর চিত্র ভিন্ন। অন্যান্য সংস্থাগুলিতে, যারা দুই বছরেরও কম সময় ধরে তাদের পদে আছেন তাদের ছাঁটাই চলেছে। তবে নাসার ক্ষেত্রে শিক্ষানবিশ কর্মচারীদের ব্যাপক ছাঁটাই থেকে রেহাই দেওয়া হয়েছে। যদিও এখনও অস্পষ্ট, অন্যান্য সংস্থাগুলি নাসার পদাঙ্ক অনুসরণ করবে কিনা ! নাসা যে অফিসগুলি বন্ধ করেছে, তার মধ্যে আছে প্রধান বিজ্ঞান অফিস; তার প্রযুক্তি- নীতিকৌশল অফিস; এবং বৈচিত্র্য, সমান সুযোগ, ন্যায্যতা, অন্তর্ভুক্তি ও অভিগম্যতা শাখা। ট্রাম্প ২০ জানুয়ারি সাফ জানান, বৈচিত্র্য, ন্যায্যতা ও অন্তর্ভুক্তি সম্পর্কিত উদ্যোগগুলি কমাতে হবে। নাসার তৃতীয় অফিস বন্ধ করার পিছনে এই কারণই যে রয়েছে তা জলের মতন সহজ। কিন্তু বাকি অফিস দুটি কেন বন্ধ করা হল, তার কারণ অস্পষ্ট, বলা যায় অজুহাত মাত্র। ট্রাম্পের মনোনীত ব্যক্তি, বিলিয়নেয়ার এবং বেসরকারি নভোচারী জারেড আইজ্যাকম্যান, যিনি মাস্কের একজন বন্ধু, তিনি মার্কিন সিনেট দ্বারা অনুমোদিত না হওয়া পর্যন্ত পেট্রো এই পদে দায়িত্ব পালন করবেন। সোমবার সকালে বিনা হুঁশিয়ারিতে চাকরি থেকে বরখাস্ত কর্মচারীদের একজন জানান, “আজকের সমস্ত ঘটনার আগে, নাসা কাজ করার জন্য এক অসাধারণ জায়গা ছিল — বড় স্বপ্ন দেখা, উদ্ভাবন, আবিষ্কার এবং এমন সব কাজ যা নিজেকেই অবাক করত। কিন্তু চিন্তা করছি ভবিষ্যত নিয়ে! নাসা-র বিভাগগুলির মধ্যে সংযোগের উপায় বন্ধ হলে, আপনি এমনিতেই কৌশলগত চিন্তা হারাবেন”।
বিশেষ দ্রষ্টব্য: https://bigyanbhash.org/%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf/