নিজেকে নিজেই শেষ করছে শনি!

নিজেকে নিজেই শেষ করছে শনি!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৮ এপ্রিল, ২০২২

নিজেকে নিজেই ধীরে ধীরে গ্রাস করছে শনি! সম্প্রতি এরকম তথ্য প্রকাশ্যে এল নাসার ক্যাসিনি মিশনের রিপোর্টে। জানা গিয়েছে মূলত, শনি গ্রহের এই বলয়গ্রাসের পিছনে দায়ী ‘রিং রেইন’ নামের একটি ঘটনা। শুক্র, পৃথিবী কিংবা মঙ্গলের মতো কঠিন ভূপৃষ্ঠ নেই শনিতে। শনি আসলে একটি বিশাল গ্যাসের পিণ্ড। হাইড্রোজেন, হিলিয়াম, মিথেন, অ্যামোনিয়া ও অন্যান্য ক্ষতিকর গ্যাসের সংমিশ্রণে তৈরি এই গ্রহ। শনির অভিকর্ষ বলের প্রভাবে যত পৃষ্ঠের কাছাকাছি চলে আসছে গ্রহের বলয়গুলি, গ্যাসের রাসায়নিক প্রভাবেই ক্রমশ ক্ষয়প্রাপ্ত এবং বাষ্পীভূত হচ্ছে সেগুলি। তবে সম্পূর্ণভাবে ক্ষয়ীভূত হতে এখনও ১০ থেকে ৩০ কোটি বছর সময় লাগবে বলেই অনুমান গবেষকদের। ফলে, শনির বলয়রহস্য সমাধানের জন্য এখনও যথেষ্ট সময় রয়েছে মানুষের হাতে। এমনটাই জানাচ্ছে নাসার রিপোর্ট।