নিম্নচাপের ভ্রুকুটি সাগরে

নিম্নচাপের ভ্রুকুটি সাগরে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ অক্টোবর, ২০২১

বর্ষা বিদায় নিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে। কিন্তু বৃষ্টি পিছু ছাড়ছে কোথায়? আসলে বঙ্গোপসাগরে ফের ঘণীভূত হচ্ছে একটি নিম্নচাপ। তার জেরে মেঘ জমছে আকাশে। ওই নিম্নচাপ যতো স্থলভূমির দিকে এগিয়ে আসবে ততোই বাড়বে বৃষ্টির সম্ভাবনা। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর আন্দামান সাগরে ঘণীভূত হচ্ছে একটি নিম্নচাপ। সেই নিম্নচাপ ওড়িশা উপকূলের দিয়ে স্থলভূমিতে ঢুকতে পারে বলে মনে করছেন আবহবিদেরা। কিন্তু ওই নিম্নচাপটির প্রভাবে কলকাতা-সহ উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। অষ্টমীর আকাশ সকাল থেকেই মেঘে ঢাকা। কোথাও কোথাও হালকা বৃষ্টিও হয়েছে। তবে এই নিম্নচাপের এই মুহুর্তের যা অবস্থা তাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =