নীরব কেন নাসার মাভেন ?

নীরব কেন নাসার মাভেন ?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৬ ডিসেম্বর, ২০২৫

মঙ্গলগ্রহকে ঘিরে নাসার শক্তিশালী মহাকাশযান ‘মাভেন’(মার্স অ্যাটমোস্ফিয়ার অ্যান্ড ভোলাটাইল ইভোলিউশান এন)- এর সঙ্গে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ২০২৫ সালের ৬ই ডিসেম্বর নিয়মিত কক্ষপথে চলার সময় মঙ্গলগ্রহের অপর পিঠে যাওয়ার পর নাসার ডিপ স্পেস নেটওয়ার্ক (ডি এস এন) আর মাভেন -এর কোনো সংকেত পুনরুদ্ধার করতে পারেনি। এই অপ্রত্যাশিত নীরবতা নাসার বিজ্ঞানী ও প্রকৌশলীদের মধ্যে যথেষ্ট উদ্বেগ সৃষ্টি করেছে।

সাধারণত, কোনো গ্রহের আড়ালে গেলে মহাকাশযানের সঙ্গে সাময়িকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া স্বাভাবিক ঘটনা। নাসার ট্র্যাকিং সিস্টেম এমন লস অফ সিগনাল (এল ও এস)/ সংকেত হারানো আগেভাগেই অনুমান করতে পারে । গ্রহের আড়াল থেকে বেড়িয়ে এলেই সাধারণত আবার যোগাযোগ স্থাপিত হয়। কিন্তু এই ক্ষেত্রে মঙ্গলগ্রহের পেছন দিক থেকে ফিরে আসার পরও মাভেন কোনো সংকেত পাঠায়নি। নাসা ৯ই ডিসেম্বর এক বিবৃতিতে জানায়, “মহাকাশযান ও পরিচালক দল বিষয়টি খতিয়ে দেখছে এবং কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায় তা নিয়ে তদন্ত করা হচ্ছে।”

২০১৩ সালের নভেম্বরে ইউএলএ অ্যাটলাস ভি রকেটে করে উৎক্ষিপ্ত মাভেন-এর মূল কাজ হলো : মঙ্গলের বায়ুমণ্ডল কীভাবে, কেন এবং কবে ধীরে ধীরে হারিয়ে গেছে, তা বোঝা। ১০ মাসের যাত্রা শেষে এটি মঙ্গলের কক্ষপথে পৌঁছায়। এক দশকেরও বেশি সময় ধরে মাভেন নিরবচ্ছিন্নভাবে কাজ করে আসছে। সৌরবায়ু কীভাবে মঙ্গলের বায়ুমণ্ডলের ওপর প্রভাব ফেলেছে—এই প্রশ্নের উত্তর খুঁজতে মাভেন অমূল্য তথ্য সরবরাহ করেছে।

বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি মাভেন-এর আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হলো সংবাদ আদান-প্রদানের কাজ করা। এটি মঙ্গলপৃষ্ঠে থাকা নাসার পারসিভিয়ারেনস, কিউরিসিটি প্রভৃতি রোভারের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে সাহায্য করে। এই কাজে মাভেন একা নয়। নাসার মঙ্গল গ্রহ পর্যবেক্ষণকারী মহাকাশযান (এম আর ও) ও ওডিসির পাশাপাশি ইউরোপীয় মহাকাশ সংস্থার মার্স এক্সপ্রেস (এম ই এক্স) , মঙ্গল গ্রহের বাইরের কক্ষপথে ঘুরতে থাকা মহকাশযান (টি জি ও)–এর সঙ্গে মিলেই মাভেন গ্রহজুড়ে যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলেছে। তাই মাভেন -এর নীরবতা শুধু একটি উপগ্রহের সমস্যাই নয়, বরং মঙ্গল অভিযানের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার জন্যও উদ্বেগজনক ।

নাসা জানিয়েছে, মাভেন মঙ্গলগ্রহের আড়ালে যাওয়ার ঠিক আগে পর্যন্ত এর কক্ষপথ ও অভ্যন্তরীণ সিস্টেমগুলোর কার্যক্রম স্বাভাবিকই ছিল। তাই ধরে নেওয়া হচ্ছে, যদি কক্ষপথে কোনো বড় পরিবর্তন না ঘটে থাকে, তাহলে পূর্বাভাস অনুযায়ী তার অবস্থানে বারবার সংকেত পাঠিয়ে যোগাযোগ পুনরুদ্ধারের চেষ্টা চালানো সম্ভব হবে। ডিপ স্পেস নেটওয়ার্কের অপারেটররা সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছেন।

নাসার বক্তব্য অনুযায়ী, মাভেন -এর বর্তমান অবস্থা সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে। আপাতত, মঙ্গলগ্রহের দূর কক্ষপথে থাকা এই অভিজ্ঞ মহাকাশযানটির নীরবতা ভাঙার অপেক্ষায় রয়েছেন বিজ্ঞানীরা।

সূত্র: NASA’s loses contact with MAVEN Mars orbiter on the far side of the Red Planet by Josh Dinner published on December 11, 2025.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 5 =