নীল চিংড়ি জালে

নীল চিংড়ি জালে

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ২২ আগষ্ট, ২০২২

মাছ ধরতে গিয়েছিলেন তাঁরা। বাবা ও তাঁর সন্তান পেলেন বিরল নীল গলদা চিংড়ি, যা নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। গলদা চিংড়ি, তার আবার নীল রং, কীভাবে সম্ভব? মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যের দক্ষিণ উপকূলে এই ঘটনাটি ঘটেছে সম্প্রতি। বাবা র‌্যান্ড মার্ক ও তাঁর পুত্র লুক র‌্যান্ড জানিয়েছেন যে, এই গলদা চিংড়ি তাঁরা খাবেন না, কাউকে খেতেও দেবে না। পরিবর্তে এটি রাখা থাকবে তাঁদেরই রেস্তোরাঁর একটি ট্যাঙ্কে। পোর্টল্যান্ডের ওই রেস্তোঁরাটি চালান মার্ক র‌্যান্ডের স্ত্রী। পোর্টল্যান্ডের প্রেস হেরাল্ডের কাছে লুক জানিয়েছেন, এই ধরনের বিরল রঙের গলদা চিংড়ি তিনি আগে দেখেননি। কাসকো উপসাগরে ধরা পড়েছে।